আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রোনালদোর কীর্তি স্পর্শের পর এমবাপ্পে

এটা আমার জন্য ভেরি স্পেশাল

স্পোর্টস ডেস্ক

এটা আমার জন্য ভেরি স্পেশাল

স্প্যানিশ লা লিগায় লিগানেসকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের এই জয়ের দিনে নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। যেটাকে খুবই স্পেশাল মনে করছেন এই তারকা ফরওয়ার্ড।

লিগানেসকে হারানোর পথে জোড়া গোল করেন এমবাপ্পে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি তারকার গোলসংখ্যা এখন ৩৩টি। তাতেই রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন এমবাপ্পে। কোনো সন্দেহ নেই, খুব অচিরেই পর্তুগিজ সুপারস্টারকে পেছনে ফেলবেন। আপাতত প্রিয় ফুটবলারের পাশে বসার আনন্দ উপভোগ করছেন এমবাপ্পে।

বিজ্ঞাপন

লিগানেসকে হারানোর পর এমবাপ্পে বলেন, ‘রোনালদোর রেকর্ড স্পর্শ করা আমার জন্য খুবই স্পেশাল। রোনালদোর সঙ্গে একই জায়গায় নাম আছে এটা ভালো লাগার। রিয়াল মাদ্রিদ এবং আমার জন্য তিনি কত বড় ফুটবলার সেটা কারও অজানা নয়।’

এমবাপ্পে আরও বলেন, ‘সব সময় রোনালদোর সঙ্গে আমার যোগাযোগ হয়, কথা হয়। তিনি আমাকে পরামর্শ দেন। তার সমান গোল করতে পারা ভালো লাগার বিষয়। তবে আমি সব সময়ই বলি আমাদের ট্রফি জিততে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...