আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিপিএল

খেলা বয়কটের ঘোষণা, নির্ধারিত সময়ে হয়নি টস

স্পোর্টস রিপোর্টার

খেলা বয়কটের ঘোষণা, নির্ধারিত সময়ে হয়নি টস

বিসিবি পরিচালক এম নাজমুল হোসেন ক্রিকেটারদের নিয়ে গতকাল কটুক্তি করেন। এর প্রতিবাদে গতকাল রাতে তার পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তারা জানায়, এম নাজমুল হোসেন পদত্যাগ না করা পর্যন্ত সকল ধরনের খেলা বয়কট করবেন তারা। শেষ পর্যন্ত হয়েছেও তাই। খেলা বয়কট করায় নির্ধারিত সময়ে হয়নি বিপিএলের আজকে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচের টস।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালি এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা ছিল। কোয়াবের ঘোষণার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোন দল নির্ধারিত সময়ে মাঠে আসেনি। ফলে নির্ধারিত সময় অর্থাৎ সাড়ে ১২টায় হয়নি টস।

মাঠে ম্যাচ শুরুর সকল প্রস্তুতিই নিয়ে রাখা হয়েছে। প্রস্তুত ছিল মাঠ, ক্রিকেটারদের গা গরম করার সকল প্রস্তুতি। এছাড়া দর্শকদের জন্যও নির্ধারিত সময়ে খুলে দেওয়া হয় স্টেডিয়ামের গেট। তবে ক্রিকেটাররা মাঠে না আসায় নির্ধারিত সময়ে হয়নি টস। এমন কী নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়াবে না এটাও নিশ্চিত।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ে দিনের প্রথম ম্যাচ মাঠে না গড়ানোয় আজ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা।

এর মধ্যেই দুপুর ১ টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে কোয়াব। সেখানে দেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করছে আজকের ম্যাচের ভাগ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন