বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন শমিত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ মে ২০২৫, ২০: ৪৫
আপডেট : ০৮ মে ২০২৫, ১৪: ৫৩

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন শমিত সোম। মঙ্গলবার (৬ মে) ফিফার অনুমোদন পেয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার।

গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পান শমিত। চলতি মাসের প্রথম দিন পান কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এরপর সোমবার (৫ মে) বাংলাদেশের পাসপোর্ট হাতে পান মাঝমাঠের এই অতন্দ্র প্রহরী। বাকি ছিল কেবল ফিফার অনুমোদন। এবার সেটাও পেয়ে গেলেন শমিত। তাই বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে আর কোনো বাধা রইল না তার জন্য।

বিজ্ঞাপন

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফিফার অনুমোদন পাওয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের সে ম্যাচে শমিতকে পাচ্ছে বাংলাদেশ।

বাবা-মা বাংলাদেশি হলেও শমিতের জন্ম ও বেড়ে উঠা কানাডায়। বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কাভালরি এফসির হয়ে খেলছেন তিনি। কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত