আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ

সরকারের সবুজ সংকেত

স্পোর্টস রিপোর্টার

সরকারের সবুজ সংকেত
অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা, ছবি : বিসিবি

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা কেটেছে। সরকারের বিভিন্ন সংস্থা ও পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি। পাকিস্তান সফরে বাংলাদেশ দলের যাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বললেই চলে। এখন অপেক্ষা শুধু ক্রিকেটারদের সিদ্ধান্তের। ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট সদস্যদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কারা কারা যাচ্ছেন পাকিস্তান সফরে। তবে এ সফরের জন্য ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টের কোনো সদস্যকে জোর করবে না বিসিবি।

বিজ্ঞাপন

উপমহাদেশের ক্রিকেটের অচলাবস্থা কেটে যাওয়ায় শনিবার থেকে ফের মাঠে গড়াবে ভারত-পাকিস্তানের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। দুই দেশের ওই সিদ্ধান্তের পরই বাংলাদেশ দলের পাকিস্তান সফর একরকম নিশ্চিত হয়ে যায়। এছাড়া পিএসএল শুরুর সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ সিরিজের জন্য নতুন করে সূচি নির্ধারণ করে বিসিবিকে পাঠায় পিসিবি। নতুন সূচি অনুযায়ী দুদিন পিছিয়ে আগামী ২৭ মে থেকে শুরু হবে দুদলের ৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।

এই সফর নিয়ে বিসিবি সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল। অবশেষে সেই সবুজ সংকেত পাওয়ায় দল পাঠাতে রাজি হয়েছে বিসিবি। ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঠানো সবুজ সংকেতের ওই চিঠি বিসিবি পেয়েছে। এই সফরের বিষয়ে আজকের মধ্যে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা নিজেদের অবস্থান বিসিবির কাছে পরিষ্কার করবেন। কেউ এ সফরে না যেতে চাইলে তাদের জোর করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে।

বিসিবি যেহেতু ক্রিকেটারদের সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সুযোগ দিয়েছে, তাতে কয়েকজন ক্রিকেটার এই সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে অবাক হওয়ার কিছু নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...