স্পোর্টস ডেস্ক
ইউরোপের পাঁচটি ক্লাবে ১৮ বছর খেলে রোজারিও সেন্ট্রালে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে গোদো ক্রুজের বিপক্ষে ম্যাচ দিয়ে শৈশবের ক্লাবটির হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করেন এই উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। রোজারিওতে তার প্রত্যাবর্তনটা হয়ে থাকল অম্লমধুর।
ঘরের মাঠ আরোয়িতো স্টেডিয়ামে ডি মারিয়াকে বরণ করে নেয় রোজারিও। সাবেক বেনফিকা তারকা মাঠে আসতেই একযোগে করতালি দেন উপস্থিত ৪৬ হাজারের বেশি সমর্থক। অভিবাদনের জবাব দিতে গিয়ে লম্বা সময় দর্শকদের উদ্দ্যেশ্যে হাত নেড়েছেন ডি মারিয়া। এ সময় আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি বিশ্বকাপ জয়ী ফুটবলার।
মাঠের ফুটবলেও এদিন দেখা গেছে চেনা ডি মারিয়াকে। ৭৭ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর তার কল্যাণেই এগিয়ে যায় রোজারিও। স্পট কিক থেকে গোল করেন ডি মারিয়া। এই গোলে তার উদযাপন ছিল বাধভাঙা। প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দৌঁড়ের ওপর জার্সি খুলে ফেলেন ডি মারিয়া। এরপর কর্ণার প্রান্তে তাকে জড়িয়ে ধরেন সতীর্থরা। এ সময় গ্যালারি থেকে ভেসে আসছিল দর্শকদের চিৎকার।
ম্যাচটিতে নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ডি মারিয়া। তার আগে প্রতিপক্ষের এক খেলোয়াড় বাজেভাবে ট্যাকল করলে আঘাত পান তিনি। ডি মারিয়ার একমাত্র গোল ধরে রাখতে পারেনি রোজারিও। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোলটার শোধ দেয় ক্রুজ।
ইউরোপের পাঁচটি ক্লাবে ১৮ বছর খেলে রোজারিও সেন্ট্রালে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে গোদো ক্রুজের বিপক্ষে ম্যাচ দিয়ে শৈশবের ক্লাবটির হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করেন এই উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। রোজারিওতে তার প্রত্যাবর্তনটা হয়ে থাকল অম্লমধুর।
ঘরের মাঠ আরোয়িতো স্টেডিয়ামে ডি মারিয়াকে বরণ করে নেয় রোজারিও। সাবেক বেনফিকা তারকা মাঠে আসতেই একযোগে করতালি দেন উপস্থিত ৪৬ হাজারের বেশি সমর্থক। অভিবাদনের জবাব দিতে গিয়ে লম্বা সময় দর্শকদের উদ্দ্যেশ্যে হাত নেড়েছেন ডি মারিয়া। এ সময় আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি বিশ্বকাপ জয়ী ফুটবলার।
মাঠের ফুটবলেও এদিন দেখা গেছে চেনা ডি মারিয়াকে। ৭৭ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর তার কল্যাণেই এগিয়ে যায় রোজারিও। স্পট কিক থেকে গোল করেন ডি মারিয়া। এই গোলে তার উদযাপন ছিল বাধভাঙা। প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দৌঁড়ের ওপর জার্সি খুলে ফেলেন ডি মারিয়া। এরপর কর্ণার প্রান্তে তাকে জড়িয়ে ধরেন সতীর্থরা। এ সময় গ্যালারি থেকে ভেসে আসছিল দর্শকদের চিৎকার।
ম্যাচটিতে নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ডি মারিয়া। তার আগে প্রতিপক্ষের এক খেলোয়াড় বাজেভাবে ট্যাকল করলে আঘাত পান তিনি। ডি মারিয়ার একমাত্র গোল ধরে রাখতে পারেনি রোজারিও। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোলটার শোধ দেয় ক্রুজ।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে