আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রোজারিওতে ডি মারিয়ার অম্লমধুর প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক
রোজারিওতে ডি মারিয়ার অম্লমধুর প্রত্যাবর্তন

ইউরোপের পাঁচটি ক্লাবে ১৮ বছর খেলে রোজারিও সেন্ট্রালে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে গোদো ক্রুজের বিপক্ষে ম্যাচ দিয়ে শৈশবের ক্লাবটির হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করেন এই উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। রোজারিওতে তার প্রত্যাবর্তনটা হয়ে থাকল অম্লমধুর।

ঘরের মাঠ আরোয়িতো স্টেডিয়ামে ডি মারিয়াকে বরণ করে নেয় রোজারিও। সাবেক বেনফিকা তারকা মাঠে আসতেই একযোগে করতালি দেন উপস্থিত ৪৬ হাজারের বেশি সমর্থক। অভিবাদনের জবাব দিতে গিয়ে লম্বা সময় দর্শকদের উদ্দ্যেশ্যে হাত নেড়েছেন ডি মারিয়া। এ সময় আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি বিশ্বকাপ জয়ী ফুটবলার।

বিজ্ঞাপন

মাঠের ফুটবলেও এদিন দেখা গেছে চেনা ডি মারিয়াকে। ৭৭ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর তার কল্যাণেই এগিয়ে যায় রোজারিও। স্পট কিক থেকে গোল করেন ডি মারিয়া। এই গোলে তার উদযাপন ছিল বাধভাঙা। প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দৌঁড়ের ওপর জার্সি খুলে ফেলেন ডি মারিয়া। এরপর কর্ণার প্রান্তে তাকে জড়িয়ে ধরেন সতীর্থরা। এ সময় গ্যালারি থেকে ভেসে আসছিল দর্শকদের চিৎকার।

ম্যাচটিতে নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ডি মারিয়া। তার আগে প্রতিপক্ষের এক খেলোয়াড় বাজেভাবে ট্যাকল করলে আঘাত পান তিনি। ডি মারিয়ার একমাত্র গোল ধরে রাখতে পারেনি রোজারিও। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোলটার শোধ দেয় ক্রুজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন