রাজ্জাককে ইরফান
স্পোর্টস ডেস্ক
রাজনৈতিক টানাপোড়েনের জেরে পাকিস্তান এবং ভারতের ক্রিকেটাররাও বিভিন্ন ইস্যুতে প্রায়ই দ্বন্দ্বে জড়ান। যেখানে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেন না। প্রায় দুই দশক আগে ঠিক তেমনই একটি দ্বন্দ্বে জড়িয়েছিলেন ইরফান পাঠান ও শহিদ আফ্রিদি।
২০০৬ সালে ভারতের পাকিস্তান সফরের দলে ছিলেন ইরফান। সফরে ম্যাচ খেলতে একই ফ্লাইটে করাচি থেকে লাহোর যাচ্ছিল দুই দল। সে সময় আফ্রিদির সঙ্গে লেগে যায় ইরফানের। তাতে বেশ উত্তেজিত হয়ে পড়েন সাবেক পাক অধিনায়ক। ওই ঘটনাকে কেন্দ্র করে আরেক সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাককে ইরফান বলেন- আফ্রিদি কুকুরের মাংস খেয়ে ঘেউ ঘেউ করছে।
এক সাক্ষাৎকারে ইরফান বলেন, ‘সেটা ২০০৬ সালের পাকিস্তান সফরের কথা। আমরা দুই দল একই বিমানে করে করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। হঠাৎ আফ্রিদি আমার কাছে আসলো। এরপর হাত দিয়ে আমার চুল এলোমেলো করে দিয়ে বললো, ‘কেমন আছো বাবু? প্রশ্নের উত্তরে আমি বলি, ‘তুমি আমার বাবা হলে কবে থেকে? সে নিজেই কিন্তু বাচ্চার মতো আচরণ করেছে। সে তো আর আমার বন্ধু ছিল না কখনও। আমি নিজে থেকে তাকে কিছু বলিনি।’
সাবেক অলরাউন্ডার আরো বলেন, ‘আব্দুল রাজ্জাক আমার পাশেই ছিল। আমি তাকে বলেছিলাম, পাকিস্তানে কি কি মাংস পাওয়া যায়? সে আমোকে কয়েক ধরনের মাংসের কথা জানায়। এরপর আমি জানতে চাই, কুকুরের মাংস পাওয়া যায় কিনা। এটা শুনে রাজ্জাক বললো, ‘এটা জানতে চাইছো কেন?’ উত্তরে আমি বললাম, ‘আফ্রিদি মনে হয় কুকুরের মাংস খেয়েছে। এজন্য সে এতো ঘেউ ঘেউ করছে।’
রাজনৈতিক টানাপোড়েনের জেরে পাকিস্তান এবং ভারতের ক্রিকেটাররাও বিভিন্ন ইস্যুতে প্রায়ই দ্বন্দ্বে জড়ান। যেখানে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেন না। প্রায় দুই দশক আগে ঠিক তেমনই একটি দ্বন্দ্বে জড়িয়েছিলেন ইরফান পাঠান ও শহিদ আফ্রিদি।
২০০৬ সালে ভারতের পাকিস্তান সফরের দলে ছিলেন ইরফান। সফরে ম্যাচ খেলতে একই ফ্লাইটে করাচি থেকে লাহোর যাচ্ছিল দুই দল। সে সময় আফ্রিদির সঙ্গে লেগে যায় ইরফানের। তাতে বেশ উত্তেজিত হয়ে পড়েন সাবেক পাক অধিনায়ক। ওই ঘটনাকে কেন্দ্র করে আরেক সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাককে ইরফান বলেন- আফ্রিদি কুকুরের মাংস খেয়ে ঘেউ ঘেউ করছে।
এক সাক্ষাৎকারে ইরফান বলেন, ‘সেটা ২০০৬ সালের পাকিস্তান সফরের কথা। আমরা দুই দল একই বিমানে করে করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। হঠাৎ আফ্রিদি আমার কাছে আসলো। এরপর হাত দিয়ে আমার চুল এলোমেলো করে দিয়ে বললো, ‘কেমন আছো বাবু? প্রশ্নের উত্তরে আমি বলি, ‘তুমি আমার বাবা হলে কবে থেকে? সে নিজেই কিন্তু বাচ্চার মতো আচরণ করেছে। সে তো আর আমার বন্ধু ছিল না কখনও। আমি নিজে থেকে তাকে কিছু বলিনি।’
সাবেক অলরাউন্ডার আরো বলেন, ‘আব্দুল রাজ্জাক আমার পাশেই ছিল। আমি তাকে বলেছিলাম, পাকিস্তানে কি কি মাংস পাওয়া যায়? সে আমোকে কয়েক ধরনের মাংসের কথা জানায়। এরপর আমি জানতে চাই, কুকুরের মাংস পাওয়া যায় কিনা। এটা শুনে রাজ্জাক বললো, ‘এটা জানতে চাইছো কেন?’ উত্তরে আমি বললাম, ‘আফ্রিদি মনে হয় কুকুরের মাংস খেয়েছে। এজন্য সে এতো ঘেউ ঘেউ করছে।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৬ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে