বিসিবির নির্বাচন ‘সুসম্পন্ন’ শুক্রবার রাতেই, বনানীর শেরাটনে!

এম. এম. কায়সার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৯: ৩০

বিসিবির নির্বাচন কবে?

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বারকয়েক বদলে শেষবারের মতো যে সূচি দিয়েছিলেন তাতে বিশ্বাস রাখলে বলতে হয়, নির্বাচন হবে ৬ অক্টোবর।

বিজ্ঞাপন

তবে এই বিশ্বাসে ভর করে আপনি ৬ অক্টোবরের জন্য অপেক্ষা করলে বড় ঠকা ঠকবেন। বিসিবির এবারের নির্বাচনের একটা বড় অংশ অনুষ্ঠিত হয়ে গেছে ৩ অক্টোবর (শুক্রবার)। তবে যেহেতু গভীর রাতে এই নির্বাচন প্রক্রিয়া ‘সুসম্পন্ন’ হয়েছে তাই আনুষ্ঠানিকভাবে আপনি তারিখটা ৪ অক্টোবর বলতেই পারেন, তাতে আইনি কোনো বাধা নেই!

এই নির্বাচন হয়েছে ই-মেইলে। যার আনুষ্ঠানিক নাম দিয়েছে নির্বাচন কমিশন, পোস্টাল বা ই-ব্যালেট ভোট।

শুক্রবার গভীর রাত পর্যন্ত বনানীর হোটেল শেরাটনে সম্মিলিত কায়দায় এই ভোটে অংশ নিয়েছেন ২২ থেকে ২৬ জন ভোটার। হাসিখুশি থাকি, মিলেমিশে খাই- এমন গানের সুরে সেই রাতে যে কায়দায় বিসিবির ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে!

বনানীর শেরাটনে শুক্রবার যেভাবে এবং যে কায়দায় বিসিবির ‘আগাম নির্বাচন’ হয়ে গেল, তা নিয়ে রহস্য ছড়াচ্ছে। নির্বাচনের আগে আগাম জরিপ নতুন কোনো বিষয় নয়। কিন্তু তাই বলে নির্ধারিত তারিখের অনেক আগেই শতকরার হারে প্রায় ৯৫ শতাংশ নির্বাচন হয়ে যাওয়াটা খুবই অবাক করার বিষয়।

একটি স্ক্যানার, একটি কম্পিউটার নিয়ে কয়েকজন বসে আছেন। খানিকবাদে ডাক আসছে। ভোটাররা যাচ্ছেন সেখানে। আলাদা করে নয়, একসঙ্গে দুজন করে। তাদের ই-মেইলে একটি ব্যালেট মেইল করা হচ্ছে। সেটা ডাউনলোড করে ভোটার তাদের পছন্দের প্রার্থীদের নামের পাশে সঠিক চিহ্ন দিয়ে তা ফের স্ক্যান করছেন। তারপর সেটা ভোটার তার নিজস্ব ই-মেইলের সাহায্য নির্বাচন কমিশনের প্রদত্ত মেইলে সেন্ড করছেন। ব্যাস হয়ে গেল ভোটদান।

শেরাটনে শুক্রবার রাতে এমন কায়দায় একটি কক্ষ থেকে ২৪ থেকে ২৬ জন ভোটার তাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেন। তার আগে এই ভোটারদের সবার সঙ্গে এই রাতে উপস্থিত সংশ্লিষ্ট প্রার্থীরা কথাবার্তা বলেন। তাদের বারবার জানিয়ে দেন কোন নামগুলোর পাশে টিক চিহ্ন দিতে হবে। সেই রাতে হোটেলে উপস্থিত প্রার্থীদের মধ্যে মূলত ঢাকার ক্লাবগুলো বা ক্যাটাগরি-২ থেকে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের সংখ্যাই বেশি ছিল। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ, যিনি এবারের নির্বাচনে পরিচালক পদে অংশ নিচ্ছেন, আরো অনেকের ভিড়ে তার উপস্থিতিই সবচেয়ে বেশি ঔজ্জ্বল্য ছড়ায়। ই-ব্যালেটে অংশ নেওয়া ভোটারদের সঙ্গে লম্বা সময় ধরে তাকেই বেশি কথাবার্তা বলতে দেখতে পাওয়া যায়। এই রাতে তিনিও ই-ব্যালেটে ভোটদান প্রক্রিয়া ‘সুসম্পন্ন’ করেছেন।

৬ অক্টোবর বিসিবির ভোটের ভেন্যু নির্ধারণ করা হয়েছে হোটেল সোনারগাঁওয়ের বলরুম। কিন্তু এর দুদিন আগের রাতেই বনানীর শেরাটনে ই-ব্যালটে এই ভোটের ঝটপট বাগদান, বিয়ে এবং বাসর সম্পন্ন!

তামিম ইকবাল ও তার প্যানেল এবারের নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়া বিসিবির নির্বাচন মূলত পানসে হয়ে যায়। এখানে বাড়তি কোনো প্রতিদ্বন্দ্বিতার আর কোনো আভাসই নেই। আমেজ তো দূরের কথা! ক্লাব কোটা যা ক্যাটাগরি-২ নামে পরিচিত তাতে শেষ পর্যন্ত প্রার্থী সংখ্যা দাঁড়ায় ১৬ জনে। নির্বাচিত হবেন ১২ জন। কোন চারজন বাদ পড়ছেন সেই অঙ্কও পরিষ্কার হয়ে যায় শেরাটনের ভোটে। এই রাতে এখানে উপস্থিত লিজেন্ডস অব রূপগঞ্জের প্রার্থী লুৎফর রহমান বাদলকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, আপনি থাকছেন না! বাদল সেখান থেকেই সাংবাদিকদের মোবাইলে বার্তা পাঠিয়ে বলেন- ‘আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারো দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাব, কেন এবং কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’

ক্লাব কোটা থেকে নির্বাচনে নামা রাকিব উদ্দিন এবং একেএম আহসানুর রহমান মল্লিক রনিও যে দ্বাদশ তালিকায় থাকছেন না সেটা সর্বমহলের কাছে প্রায় পরিষ্কার ছিল। স্বীয় প্রতিষ্ঠানের বসদের আসন নিশ্চিত করতেই তারাও এই ‘কোরবানি’ মেনে নিয়েছেন হাসিমুখে।

প্রশ্ন হলো চূড়ান্ত ১২ জনের এই তালিকায় জায়গা না পাওয়া শেষের জন কে? সেই প্রশ্নের উত্তরও পাওয়া যায় শুক্রবার রাতেই। কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের মেজর (অব.) ইমরোজ জেনে গেলেন তার নামটাও ফারুক আহমেদের প্যানেল থেকে কেটে দেওয়া হয়েছে। শনিবার রাতেই ইমরোজ বিসিবির প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দেন, যে প্রক্রিয়ায় এই ভোট হচ্ছে তাতে এখানে তিনি নীতি-নৈতিকতার কোনো কিছু দেখছেন না। তাই এই ভোট প্রক্রিয়া থেকে তিনিও সরে দাঁড়ালেন।

আগেই জানা ৬ অক্টোবর বিসিবির ভোটের তারিখ, সেদিন রাতেই চূড়ান্ত ফল জানাবেন নির্বাচন কমিশনার। তিনি নির্বাচনের ফল জানানোর আগেই আপনি জেনে নিন এই নির্বাচনে সবচেয়ে আলোচিত ক্যাটাগরি-২ থেকে ১২ জন কে? নামগুলো নিচে পড়ুন-

ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিম, মোহাম্মদ মুকছেদুল কামাল, মোহাম্মদ ফয়জুর রহমান ভূঞা, এম নাজমুল ইসলাম, মো. মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী।

আপনি নিশ্চিতভাবে এদের আজই অভিনন্দন জানাতে পারেন!

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত