আগামী ১৩-২৬ জানুয়ারি থাইল্যান্ডে হবে নারী ফুটসাল আসর। এ টুর্নামন্টে সামনে রেখে নারী ফুটসালের কার্যক্রম শুরু করে দিয়েছে ফুটবল ফেডারেশন। ফুটসালের প্রাথমিক ক্যাম্পের দলে আছেন জাতীয় দলের বাইরে থাকা সিনিয়র ফুটবলার সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী ও সুমাইয়ারা।
বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়র খেলোয়াড় সাবিনা খাতুন-মাসুরা পারভীন। জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার তাদেরকে দলের ক্যাম্পে ডাকেন না। জাতীয় ফুটবল দলের ক্যাম্পে না থাকায় এ দুজনের সঙ্গে নারী ফুটসালের ক্যাম্পে রয়েছেন কৃষ্ণা, সুমাইয়া। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান, ৭০ জন নারী খেলোয়াড় ফুটসালের ট্রায়ালে অংশ নেন। সেখান থেকে ২৫ জনকে নিয়ে মিরপুরে হচ্ছে ক্যাম্প।
ট্রায়ালের মাধ্যমেই সাবিনা-মাসুরারা ফুটসাল দলে জায়গা করে নেন। মাসুরা জানান, জাতীয় দলে ডাক না পেলেও তার আক্ষেপ নেই। তবে ফুটসাল দলের হয়ে ভালো খেলতে চান। আগে ফুটসাল খেলার অভিজ্ঞতা আছে তার। ফুটসালে ভালো কিছু করার অপেক্ষায় মাসুরা।
অন্যদিকে বাংলাদেশ পুরুষ ফুটসাল দলে ইরানি কোচ সাঈদের সঙ্গে চুক্তি ছিল এশিয়ান কাপ বাছাই পর্যন্ত। সে চুক্তির মেয়াদ আগামী জানুয়ারির সাফ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর নারী দলের জন্য ইরান থেকে সহকারী ও গোলরক্ষক কোচ আনা হবে। ২০১৮ সালে সাবিনার নেতৃত্বে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ। সাবিনা ও সুমাইয়া মালদ্বীপে ফুটসাল লিগেও খেলেছেন।

