আইপিএল ছেড়ে নতুন শুরুর পথে অশ্বিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২: ২০
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২: ৩০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কোটি টাকার টুর্নামেন্ট ছেড়ে এবার বিদেশি লিগ খেলতে চান এই স্পিনিং অলরাউন্ডার। সামজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় অশ্বিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বার্তায় অশ্বিন লিখেছেন, ‘এটি বিশেষ একটি দিন এবং বিশেষ শুরু। সবাই বলে প্রতিটি শেষের একটি নতুন শুরু আছে। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার অধ্যায় আজ শেষ হচ্ছে। কিন্তু আজ থেকে বিশ্বের বিভিন্ন লিগে খেলার চেষ্টা চালিয়ে যাব।’

বিজ্ঞাপন

চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০৯ সালে আইপিএলে অভিষেক হয় অশ্বিনের। এরপর রাইজিং পুনে সুপার জায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। এর মধ্যে চেন্নাইয়ে সবচেয়ে ভালো সময় পার করেছেন অশ্বিন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তিনবার আইপিএল শিরোপা জিতেছেন এই ক্রিকেটার।

আইপিএলে বল হাতে ১৮৭ উইকেট নিয়েছেন অশ্বিন। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ৩৮ বছর বয়সী এই তারকা। ভারতীয় গণমাধ্যমের খবর, আইপিএল ছেড়ে বিগ ব্যাশ, ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএর) কিংবা দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্টে দেখা যেতে পারে অশ্বিনকে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত