আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বুন্দেসলিগায় কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক

বুন্দেসলিগায় কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’

জার্মান বুন্দেসলিগায় নাম লেখানোর পর থেকেই একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন হ্যারি কেইন। এবার নতুন আরেক কীর্তিতে নাম লেখালেন বায়ার্ন মিউনিখ তারকা। বুন্দেসলিগায় শততম হলে অবদান রেখে নতুন ইতিহাস গড়লেন ইংলিশ ফরোয়ার্ড।

গতকাল (রোববার) হেইডেনহেইমের বিপক্ষে ৪-০ গোলে জিতে শীর্ষস্থান সুসংহত করেছে বায়ার্ন। ৯ পয়েন্টে এগিয়ে থেকে নতুন বছর শুরু করবে তারা। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের চতুর্থ গোল করেন তিনি। এর আগে প্রথমার্ধে গোলের দেখা পান জোসিফ স্তানিসিচ, মাইকেল অলিসে ও লুইস দিয়াজ।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে কেইন ২৫ ম্যাচে ৩০ গোল করেছেন। জার্মান লিগে করেছেন ১৯তম গোল। বায়ার্নের হয়ে ৮১তম লিগ গোলের সঙ্গে তার অ্যাসিস্ট ১৯টি। মানে বুন্দেসলিগায় ১০০ গোলে অবদান তার। জার্মানির শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে কম ম্যাচ খেলে গোলের অবদানে সেঞ্চুরি করলেন তিনি।

ইংল্যান্ড অধিনায়ক এই রেকর্ড গড়েছেন মাত্র ৭৮ ম্যাচ খেলে। নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার আরিয়েন রোবেনের চেয়ে ৪১ ম্যাচ কম খেলে এই কীর্তি কেইনের। নেদারল্যান্ডস কিংবদন্তি ১০০ গোলে অবদান রাখতে পেরেছিলেন ১১৯ ম্যাচ খেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন