মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চত্বরে যত আয়োজন সবই মুশফিকুর রহিমের শততম টেস্টকে কেন্দ্র করে। এই টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই পরিবর্তন নিয়ে আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ দল।
সিলেট টেস্টে খেলা দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদকে মিরপুর টেস্টে খেলাচ্ছে না বাংলাদেশ দল। তাদের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশেও আছে দুই পরিবর্তন। ব্যারি ম্যাকার্থি ও ম্যাথু হ্যামফ্রিসকে সাইড বেঞ্চে রেখেছে সফরকারীরা।

