চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১৩: ০৯

আগের ১৭ আসরে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। অবশেষে দেড় যুগের অপেক্ষা ফুরিয়েছে ফ্রাঞ্চাইজিটির। ১৮তম আসরে এসে আইপিএলের শিরোপা জিতেছে বিরাট কোহলি, রজত পতিদররা। ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে তারা।

চ্যাম্পিয়ন হয়ে খুব স্বাভাবিকভাবেই সদ্য শেষ হওয়া আইপিএলের আসর থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বেঙ্গালুরু। তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ২০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাড়ে ২৮ কোটি টাকার বেশি। রানার্সআপ হয়ে পাঞ্জাব পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি বা ১৭ কোটি ৮১ লাখ টাকা।

বিজ্ঞাপন

দলীয় পুরস্কারের মতো যথারীতি আইপিএলের ১৮তম আসরেও বেশকিছু ক্যাটাগরিতে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়েছে। ব্যক্তিগত পুরস্কার পাওয়ার দিক থেকে এগিয়ে আছেন সাই সুদর্শন। ধারাবাহিক ব্যাটিংয়ে ১৫ ইনিংসে করেছেন ৭৫৯ রান। এমন দুর্দান্ত ব্যাটিং করে চারটি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন তিনি। এগুলো হলো ফ্যান্টাসি কিং অব দ্য টুর্নামেন্ট, উদীয়মান ক্রিকেটার, অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রানসংগ্রাহক) এবং অন দ্য গো ফোরস অব দ্য সিজন।

টুর্নামেন্টসেরা হয়েছেন সূর্যকুমার যাদব। পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেটশিকারী) জিতেছেন প্রসিধ কৃষ্ণা। প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন ক্রুনাল পান্ডিয়া। টুর্নামেন্টসেরা ক্যাচের স্বীকৃতি পেয়েছেন কামিন্দু মেন্ডিস। সুপার স্ট্রাইকার অব দ্য সিজন হয়েছেন বৈভব সূর্যবংশী। সুপার সিক্স অব দ্য সিজনের পুরস্কার জিতেছেন নিকোলাস পুরান। গ্রিন ডট বল অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মোহাম্মদ সিরাজ। ফ্যান্টাসি কিং অব দ্য ফাইনালের পুরস্কার উঠেছে শশাঙ্ক সিংয়ের হাতে। সুপার স্ট্রাইকার অব দ্য ফাইনাল জিতেছেন জিতেশ শর্মা।

বিষয়:

আইপিএল

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত