দাবানলে পুড়েছে মেক্সিকান ফরওয়ার্ডের বাড়ি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ২০: ৪৮

ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলসে। আগুনের লেলিহান শিখায় প্রচুর অবকাঠামো পুড়ে গেছে। মেক্সিকোর তারকা ফরওয়ার্ড কার্লোস ভেলার বাড়িও আছে এই তালিকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ভেলার স্ত্রী সাইয়োয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বাড়ি পুড়ে গেলেও পরিবারের সদস্যরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন সাইয়োয়া। তিনি লিখেছেন,‘মালিবুতে আমাদের সুন্দর বাড়িটি আগুনে পুড়ে গেছে। এর ধাক্কা আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। চোখের সামনে এভাবে সবকিছু পুড়ে যেতে দেখাটা অনেক কষ্টের।’

২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকো জাতীয় দলের হয়ে খেলেছেন ভেলা। তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় আর্সেনালের মতো ইউরোপের নামকরা ক্লাব দিয়ে। এ ছাড়া খেলেছেন সেল্টা ভিগো, ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদের মতো ক্লাবের হয়েও।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত