
লস অ্যাঞ্জেলেস পুরস্কার জিতল ‘আ থিং অ্যাবাউট কাশেম’
লস অ্যাঞ্জেলেস ডাইভারসিটি চলচ্চিত্র উৎসবে দুই শাখায় পুরস্কার জিতেছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এর চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার, আর সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন বিজন ইমতিয়াজ।












