এমি মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলেন ইহুদি বংশোদ্ভূত হান্না

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫০

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এ আসরে কমেডি সিরিজ ‘হ্যাকস’-এ অভিনয়ের জন্য প্রথমবারের মতো এমি জিতে নিলেন হান্না আইনবাইন্ডার। পুরস্কার জিতার পরই মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ইহুদি বংশোদ্ভূত এ অভিনেত্রী। তার সেই বক্তব্য নিমিষেই ভাইরাল হয়ে পড়েছে।

চারবার মনোনয়নের পর অবশেষে ‘হ্যাকস’ সিরিজে অভিনয়ের জন্য কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রীর এমি অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার। ৩০ বছর বয়সী এই তারকা মঞ্চে উঠে বিজয়ী বক্তব্যে বলেন, ‘গো বার্ডস, ধ্বংস হোক আইস (অভিবাসন দমন সংস্থা), আর মুক্ত হোক ফিলিস্তিন।’

বিজ্ঞাপন

প্রথমে রসিক ভঙ্গিতেই বক্তব্য শুরু করেন আইনবাইন্ডার। অতীতের ব্যর্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি আসলে মনে করতাম বারবার হেরে যাওয়াটা আনন্দের ব্যাপার। তবে পুরস্কার পাওয়াটাও দারুণ! এটাও একধরনের পাঙ্ক রক।’

মঞ্চের আড়ালে, আইনবাইন্ডার ব্যাখ্যা করেছেন কেন তিনি তার বক্তৃতার সময় গাজা নিয়ে বক্তব্য রাখা প্রয়োজন বলে মনে করেন।

তিনি সাংবাদিকদের বলেন ‘একজন ইহুদি হিসেবে আমার মনে হয় ইহুদিদের ধর্ম ও সংস্কৃতিকে ইসরাইল রাষ্ট্র থেকে আলাদা করা আমার কর্তব্য কারণ আমাদের ধর্ম এবং সংস্কৃতি এত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান যা এই ধরণের জাতিগত-জাতীয়তাবাদী রাষ্ট্র থেকে সত্যিই আলাদা।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত