শেষ দল হিসেবে ক্লাব বিশ্বকাপে লস অ্যাঞ্জেলস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৫: ১৭
আপডেট : ০২ জুন ২০২৫, ১৫: ১৯

প্রথমবারের মতো ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। ক্লাব সেরার টুর্নামেন্টটির জন্য সবগুলো দল নির্ধারিতই ছিল। কিন্তু মালিকানা সমস্যার কারণে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় লিওকে। শূন্যস্থান পূরণের জন্য লস অ্যাঞ্জেলস ও ক্লাব আমেরিকার মধ্যে একটি প্লে অফের আয়োজন করা হয়েছিল। যেখানে শেষ মুহূর্তের গোলে বাজিমাত করেছে লস অ্যাঞ্জেলস। ২-১ গোলের জয়ে শেষ দল হিসেবে ক্লাব বিশ্বকাপের টিকিট কেটেছে তারা।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৬৩ মিনিটে স্পট কিক থেকে হজম করা গোলে পিছিয়ে পড়ে লস অ্যাঞ্জেলস। তাতে জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্বস্তি ফেরান আইগর জেসুস। তার গোলে ম্যাচে ফেরে লস অ্যাঞ্জেলস। যোগ করা সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

বিজ্ঞাপন

সেখানে শেষ হাসি হাসে লস অ্যাঞ্জেলস। ১১৫ মিনিটে দুর্দান্ত এক গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন ড্যানিশ বোয়ানগা। হতাশা নিয়ে মাঠ ছাড়ে ক্লাব আমেরিকা।

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে সিআর ফ্লামেঙ্গো (ব্রাজিল), এস্পেরেন্স তিউনিস (তিউনিসিয়া) এবং চেলসির মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত