কারফিউ লঙ্ঘন করে জড়ো হওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলছে ‘গণ গ্রেপ্তার’। স্থানীয় সময় মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস পুলিশ এ কথা জানায়। বেশিরভাগ গ্রেপ্তারের ঘটনা ঘটছে শহরতলী এলাকায়।
এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের পুলিশ জানায়, মঙ্গলবার প্রায় দুইশ মানুষ গ্রেপ্তার হয়। যা গত সোম ও রোববারের তুলনায় বেশি।
এরআগে লস অ্যাঞ্জেলেসে স্থানীয় পর্যায়ের জরুরি অবস্থা ও আংশিক কারফিউ জারি করা হয়। শহরটির মেয়র ক্যারেন ব্যাস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহর ও আশপাশের এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সূত্র: বিবিসি

