হলিউডের সামনে ভিড়ে গাড়ি উঠিয়ে দিলেন চালক, আহত ৩০

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২০: ৫৩
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২১: ৪০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি গাড়ি জনতার ভিড়ে উঠিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। লস অ্যাঞ্জেলেন্স ফায়ার ডিপার্টমেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ২টার দিকে পূর্ব হলিউডের সঙ্গীত স্থান নামে পরিচিত পশ্চিম সান্তা মনিকা বুলেভার্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক, ৬ জন গুরুতর এবং ১৯ জনের অবস্থা তুলনামূলকভাবে ভালো।

তারা জানিয়েছে, পূর্ব হলিউডে ১০০ জনেরও বেশি দমকলকর্মী ঘটনাস্থলে সহায়তা করেছেন।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা হলিউডের ল্যান্ডমার্কের কাছে, যার মধ্যে রয়েছে সানসেট বুলেভার্ড এবং ওয়াক অফ ফেম। সানসেট বুলেভার্ড হলিউড এবং অন্যান্য এলাকা দিয়ে বিস্তৃত একটি রাস্তা, যা তার নাইটলাইফ এবং ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত। অন্যদিকে, ওয়াক অফ ফেম হল হলিউড বুলভার্ডে অবস্থিত একটি ফুটপাথ, যেখানে বিনোদন শিল্পের উল্লেখযোগ্য ব্যক্তিদের নামাঙ্কিত তারকা চিহ্ন খোদাই করা আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত