আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

প্রবাস ডেস্ক

লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

আমেরিকার ক্যালিফোর্নিয়া বিএনপির সার্বিক তত্ত্বাবধানে লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও তার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার গভীর রাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকাবহ এ ধর্মীয় আয়োজনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান তাদের সংক্ষিপ্ত বক্তব্যে দেশনেত্রীর জন্য প্রবাসী ভাইদের কাছে দোয়া চান এবং তার আত্মার মাগফিরাত কামনা করে করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল কাজী জাবেদ ইকবাল ও তার প্রতিনিধিদল।

গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের সার্বিক আয়োজন করে ক্যালিফোর্নিয়া বিএনপি। জানাজা নামাজ পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম। দোয়া পরিচালনা করেন মাহমুদ হোসাইন।

বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন। রাজনীতির আকাশে যিনি ছিলেন দৃঢ়তা ও নেতৃত্বের প্রতীক, ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন