বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে ঢাকার ক্লাব সংগঠকরা। একপক্ষ নির্বাচন বয়কট করে বর্তমান বোর্ডকে ‘অবৈধ’ ঘোষণা করেছে। শুধু অবৈধ ঘোষণা করেই থেমে যায়নি তারা। এই বোর্ডের অধীনে কোনো ধরনের লিগে অংশ না নেওয়ার ঘোষণাও দিয়েছে। এরই প্রভাব পড়েছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে। ২০ দলের মধ্যে ১২ দল দলবদল সম্পন্ন করলেও বাকি ৮ দল কোনো কার্যক্রমেই অংশ নেয়নি। ফলে এই ১২ দলকে নিয়েই আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এর অর্থ, ‘বিদ্রোহী’ ক্লাবগুলোকে ছাড়াই মাঠে গড়াবে ঢাকার ক্রিকেট। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দীপন।
বিসিবির সবশেষ নির্বাচন বয়কটের পর থেকেই বিদ্রোহী ক্লাবগুলো বোর্ড ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি করেছে। সে সময় দাবি না মানলে লিগ বয়কটের হুমকিও দিয়ে রেখেছিল তারা। শেষ পর্যন্ত লিগ বয়কটের ওই পথই খুঁজে নিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। সে কারণে প্রথম বিভাগ লিগের দলবদলে অংশ নেয়নি বিদ্রোহী ক্লাবগুলো। এমনকি সমঝোতার লক্ষ্যে দিন কয়েক আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চা চক্রের আয়োজন করা হলে সেখানেও অংশ নেয়নি এই ক্লাবগুলো প্রতিনিধিরা। তারা এখন পর্যন্ত অটল আছেন নিজেদের সিদ্ধান্তে। সমঝোতার চেষ্টার পাশাপাশি লিগে অংশ না নিলে বিসিবির পক্ষ থেকে দলগুলোকে অবনমন করার ঘোষণা দেওয়া হলেও সিদ্ধান্তে বদল আনেনি। এর মধ্যেই লিগ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেটারদের স্বার্থে ১২ দল নিয়েই লিগ আয়োজন করা হচ্ছে বলে জানান সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন।
এ দিকে লিগ নিয়ে এমন অনিশ্চয়তা থাকায় ক্রিকেটাররাও ভুগছেন দ্বিধাদ্বন্দ্বে। দেশের বেশির ভাগ ক্রিকেটারের রুটি-রুজি ঢাকার এই ক্লাব ক্রিকেট। ফলে তারা শঙ্কিত লিগ না হলে কী হবে। এই চিন্তা করেই লিগ মাঠে নামানোর সিদ্ধান্ত সিসিডিএমের। তবে ‘বিদ্রোহী’ ক্লাবগুলোর দাবি নতুন করে নির্বাচন না হলে ‘বিতর্কিত’ বোর্ডের অধীনে কোনো লিগেই অংশ নেবে না তারা। এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে বিসিবি। আপাতত ক্রিকেটের স্বার্থে লিগ মাঠে নামাতে চায় বর্তমান বোর্ড।
প্রথম বিভাগ লিগে অংশ না নেওয়ার ব্যাপারে আম্বার স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি জিয়াউর রহমান তপু আমার দেশকে বলেন, ‘লিগে অংশ না নেওয়ার ব্যাপারে আমরা অনড় আছি। এই সিদ্ধান্তে কোনো নড়চড় হওয়ার সম্ভাবনা নেই।’ এছাড়া ‘বিদ্রোহী’ ক্লাবগুলোর পক্ষ থেকে প্রগতি সেবা সংঘের কাউন্সিলর সাব্বির আহমেদ রুবেল আমার দেশকে বলেন, ‘আমাদের ৪৪ ক্লাবের মধ্যে সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই। আমরা লিগে না খেলার সিদ্ধান্তে অটল আছি। আমাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিরোধ থাকতে পারে। তবে দল হিসেবে আমাদের সিদ্ধান্ত বদল হয়নি। আশা করি, হবেও না।’
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু করতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন আগামী ১০ ডিসেম্বর আয়োজন করবে বিসিবি। ১২ দলের এই টুর্নামেন্টের জন্য প্রথমে দুই রাউন্ডের ফিকশ্চার প্রকাশ করবে বলে জানা গেছে। প্রথম দুই রাউন্ডে ‘বিদ্রোহী’ ক্লাবগুলো ম্যাচে অংশ না নিলে নিয়মানুযায়ী অবনমিত হয়ে যাবে। ফলে তাদের ছাড়াই পরের রাউন্ডের ফিকশ্চার প্রকাশ করে খেলা চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে সিসিডিএম। ঢাকার ক্লাব ক্রিকেটের বাইলজ অনুযায়ী সাধারণত পয়েন্ট টেবিলের তলানির দুই দল অবনমিত হয়। তবে কোনো দল ম্যাচ বর্জন করলেও সেখানে অবনমিত করে দেওয়ার নিয়মও উল্লেখ আছে।

