বাদ পড়ছেন কে?

মাহমুদউল্লাহ ফিরছেন একাদশে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৩০

ভারত ম্যাচে বাংলাদেশ একাদশে মাহমুদউল্লাহ রিয়াদের নাম না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তাকে ছাড়া কেন এই ম্যাচে খেলতে নামছে বাংলাদেশÑ এমন প্রশ্নও তোলেন অনেকে।

অবশ্য তোলারই কথা।

বিজ্ঞাপন

কারণ, মাহমুদউল্লাহ রিয়াদই মূলত এ মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে ভালো ফর্মে থাকা ক্রিকেটার। পেছনের যে চারটি ওয়ানডেতে খেলেছেন তিনি, সেই চারটিতেই হাফ সেঞ্চুরি আছে তার। এমন খেলোয়াড়ের একাদশে জায়গা তো নিশ্চিত হওয়ারই কথা। তবে অন্য কোনো কারণে নয়, ইনজুরির জন্যই মাহমুদউল্লাহ ভারত ম্যাচে খেলতে পারেননি।

ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পান তিনি। পায়ের পেশির সেই চোটে ভারত ম্যাচের একাদশ গড়ে বাংলাদেশ তাকে ছাড়াই। ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে হারা সেই ম্যাচের পর বাংলাদেশ দল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পৌঁছায় ২১ ফেব্রুয়ারি রাতে। গতকাল শনিবার সন্ধ্যায় সেখানে অনুশীলন করেছে দল। সেই অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন। আপাতত তাকে পুরোদস্তুর ফিট মনে হয়েছে। দুবাইয়ে ইনজুরির পর তার পায়ের চোটের স্ক্যান করানো হয়। অবশ্য সেই স্ক্যানে কোনো চিড় ধরা পড়েনি। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার রাবিদ ইমাম। তিনি জানান, ‘মাহমুদউল্লাহ এখন কোনো সমস্যা অনুভব করছেন না। ইনজুরি তার আর নেই। আর যেহেতু পায়ের পেশিতে তার কোনো চিড় ধরেনি, তাই ফিটনেস নিয়েও দুশ্চিন্তার কিছু নেই। আমরা আশা করছি চ্যাম্পিয়নস ট্রফির পরের অংশগুলোতে তাকে আমরা দলে পাব।’

প্রশ্ন হলো, মাহমুদউল্লাহ রিয়াদ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের একাদশে ফিরলে বাদ পড়বেন কে। এ প্রশ্নের উত্তর খোঁজার আগে চলুন জেনে নিই মাহমুদউল্লাহ রিয়াদ ভারত ম্যাচে না থাকায় সুযোগ পেয়েছিলেন কে? উত্তর হলো, ভারত ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ যদি খেলতেন, তাহলে একাদশে তাওহিদ হৃদয় অথবা জাকের আলী অনিকÑ এ দুজনের কোনো একজনের জায়গা হতো না। এ দুজনই আবার ভারত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তাওহিদ হৃদয় সেঞ্চুরি করেছেন। জাকের আলী অনিকের ব্যাট হেসেছে ৬৮ রানে। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে ১৫৪ রানের রেকর্ড রান যোগ করেন। এমন পারফরম্যান্সের পর নিশ্চিতভাবেই দুজনের কেউই পরের ম্যাচে বাদ পড়ছেন না। তাওহিদ হৃদয় তার সেঞ্চুরির ইনিংসের পথে চোট পেয়েছিলেন। কিন্তু সেই চোট নিয়েও তিনি ঠিকই লড়ে যান। রাবিদ জানিয়েছেন, তাওহিদও এখন সেই চোট থেকে মুক্ত।

তাহলে মাহমুদউল্লাহ খেলবেন কার জায়গায়?

এ প্রশ্নের জনপ্রিয় উত্তর হলোÑ মুশফিকের জায়গায়। মাহমুদউল্লাহ রিয়াদ একাদশে ফিরলে জায়গা হারাতে পারেন মুশফিক। ভারত ম্যাচে মুশফিক শূন্য রানে আউট হয়েছিলেন। কিন্তু মুশফিক ছাড়া বাংলাদেশের মিডল অর্ডার কী আরো বেশি ভারসাম্যহীন হয়ে পড়বে না? মুশফিক না থাকলে জাকের আলী উইকেটকিপিং করবেন। কিন্তু দলে দ্বিতীয় একজন জেনুইন উইকেটকিপারও তো প্রয়োজন। সে বিবেচনায় মুশফিককে নিয়েই হয়তো নিউজিল্যান্ড ম্যাচের একাদশ সাজাবে বাংলাদেশ। বরং ভারত ম্যাচে শূন্য রানে বাজে কায়দায় আউট হওয়া ওপেনার সৌম্য সরকারের নাম কাটা পড়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তানজিম হাসান তামিমের সঙ্গে ওপেনার হিসেবে খেলতে পারেন নাজমুল হোসেন শান্ত। এই সমীকরণে বাংলাদেশ একাদশ সাজালে মুশফিক-মাহমুদউল্লাহ দুই সিনিয়রই থাকছেন নিউজিল্যান্ড ম্যাচে।

------------------------------

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত