নারী এশিয়ান কাপ বাছাই

মিয়ানমারে বৃষ্টির মধ্যেই নারী দলের অনুশীলন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১৮: ৩৯
মিয়ানমারে অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল- ছবি: বাফুফে

আগামী ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে মিশন শুরু করবে বাংলাদেশ। এরই মধ্যে বাছাই পর্ব খেলতে মিয়ানমারের ইয়াংগুনে নিজেদের প্রস্তুত করছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। মিয়ানমারে যাওয়ার পর আজ-ই প্রথম মাঠের অনুশীলনে নামেন তারা।

প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দাকার বাফুফের পাঠানো ভিডিও বার্তায় জানালেন, ‘মিয়ানমারে আসার পর আজকে প্রথম ট্রেনিং সেশন ছিল মাঠে। সবাই আমরা খুবই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেছি। কোচ আমাদেরকে যেভাবে পথ দেখাচ্ছেন, সেভাবে করছি। সবাই মোটামুটি ফুরফুরে মেজাজে আমরা ভালো ট্রেনিং করেছি।’

বিজ্ঞাপন

বৃষ্টিময় আবহাওয়া কেমন উপভোগ করলেন? আফঈদা বলেন, ‘বৃষ্টিতে প্র্যাকটিস করতে ভালোই লাগলো। তবে আস্তে আস্তে মানিয়ে নিতে সুবিধা হয়েছে, যেহেতু আমরা কয়েক দিন আগে এসেছি। তো ভালো লাগছে।’

গতকাল অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মাঠে নামতে পারেননি মেয়েরা। জিমে সময় কাটান মেয়েরা। সহকারী কোচ মাহমুদা আক্তার জানালেন, ‘আজকেও প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই আমাদের যে কর্মকান্ড আছে, তা মাঠে সঠিক ভাবেই করেছি। সবাই সুস্থ আছে, ভালো আছে।’

বাহরাইন ম্যাচের পর বাছাই পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ ২ ও ৫ জুলাই মিয়ানমার ও তুর্কমেনিস্তান বিপক্ষে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত