নতুন চ্যালেঞ্জ নিয়ে স্মার্ট ক্রিকেট খেলতে চান লিটন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০০: ২৯
আপডেট : ২৮ মে ২০২৫, ০০: ৫৬
সংবাদ সম্মেলনে কথা বলছেম লিটন। ছবি: পিসিবি

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার ভুলে যেতে চায় বাংলাদেশ। নতুন সিরিজ মানেই নতুন চ্যালেঞ্জ। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেই চ্যালেঞ্জটাই নিতে চান অধিনায়ক লিটন কুমার দাস।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজ শুরুর আগে দলের লিটন দাস জানালেন লক্ষ্যের কথা। অতীত ভুলে খেলতে চান স্মার্ট ক্রিকেট।

মঙ্গলবার (২৭ মে) প্রেস কনফারেন্সে হাজির হয়ে লিটন বলেন, ‘শেষ সিরিজে আমরা আপ টু দ্য মার্ক খেলতে পারিনি। তবে এটা একেবারে নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। অতীতে আমরা কোথায় ভালো করেছি, কোথায় খারাপ, সেসব মাথায় রেখেই এগোনোর চেষ্টা করব।’

অতীত ভুলে গিয়ে নতুন শুরুর আশায় দলের বাকিরাও। তেমনই ইঙ্গিত পাওয়া লিটনের কথায়, ‘আমাদের বিশ্বাস আছে, যে কোনো দলকে হারাতে পারি। তবে ভালো ক্রিকেট খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেলতে হবে।’

প্রতিপক্ষের তারকাদের অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন লিটন। বরং নিজেদের খেলার দিকে মনোযোগ তার, ‘তারা খুবই ভারসাম্যপূর্ণ দল। বাবর, রিজওয়ান বা শাহীন না থাকলেও প্রভাব ফেলবে না। আমাদের লক্ষ্য, নিজেদের খেলা উন্নত করা।’

তাসকিন ও মোস্তাফিজের অনুপস্থিতিতেও কোনো অজুহাত খুঁজছেন না তিনি। বরং নতুনদের সুযোগ হিসেবেই দেখছেন, ‘তাদের না থাকা মানেই নতুনদের জন্য সুযোগ। কে সেই জায়গা দখল করবে—এটাই এখন দেখার বিষয়।’

লাহোরের উইকেটকে ব্যাটিং সহায়ক বলেই মনে করছেন লিটন। ‘পিএসএলে টিভিতে যতটুকু দেখেছি, উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। হাই স্কোরিং ম্যাচ হতে পারে। শুধু ভালো খেললেই হবে না, স্মার্ট হতে হবে মাঠে।’

অনেকদিন ধরেই ফর্মে নেই লিটন। তবে ম্যাচ জিততে সবাইকেই খেলতে হবে, সেটাও জানিয়ে রাখলেন, ‘টি-টোয়েন্টি কখনো একজনের খেলা না। আমরা যদি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো খেলতে পারি, ফল আসবেই।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত