আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

'অবশ্যই ফিরে আসব: আর্জেন্টাইন ফুটবল জাদুকর

মেসির হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

স্পোর্টস ডেস্ক

মেসির হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

দিল্লি সফর শেষ। লিওনেল মেসির ভারত সফরও শেষ। গত সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় পা রাখেন আর্জেন্টাইন এ ফুটবল কিংবদন্তি। গ্যালারির দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে মাঠে আলো ছড়ান এ ফুটবল জাদুকর। সেখানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে কুশল বিনিময় করেন ইন্টার মিয়ামির এ প্রাণভোমরা।


মেসি উপহার পেয়েছেন ভারতের জার্সি আর অটোগ্রাফসংবলিত একটি ব্যাট। উপহারটি তার হাতে তুলে দেন জয় শাহ। এখানেই শেষ নয়, আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আমন্ত্রণমূলক টিকিটও মেসিকে উপহার দেন আইসিসি চেয়ারম্যান। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে হাইব্রিড মডেলে। আসরটির আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে আতিথ্য দেবে স্বাগতিক ভারত।

বিজ্ঞাপন


জয় শাহ বিশ্বকাপের টিকিট মেসির হাতে তুলে দিতেই তুমুল করতালি আর গগনবিদারী গর্জনে ফেটে পড়ে গ্যালারি। মেসির সঙ্গে তার দুই ক্লাব সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পলও ভারতের ক্রিকেট দলের জার্সি উপহার পেয়েছেন। মেসি পেয়েছেন ১০ নম্বর জার্সি, সুয়ারেজ ৯ নম্বর আর দি পল পেয়েছেন ৭ নম্বর জার্সি। ওয়েস্ট হাম ইউনাইটেডে খেলা ভারতের নারী দলের সাবেক গোলরক্ষক অদিতি চৌহান নিজের অটোগ্রাফসংবলিত তিনটি টিশার্ট উপহার দেন মেসি, সুয়ারেজ ও দি পলকে।


ফুটবল অনুরাগীদের ভালোবাসনায় মুগ্ধ মেসি বলেন, ‘ভারতে এ কদিনে যে ভালোবাসা পেয়েছি, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা ছিল সত্যিই এক আনন্দদায়ক অভিজ্ঞতা। আপনাদের ভালোবাসা হৃদয়ে থাকবে এবং অবশ্যই ফিরে আসব- হয়তো ম্যাচ খেলব কিংবা অন্য কোনো উপলক্ষে। কিন্তু অবশ্যই ফিরে আসব। সবাইকে ধন্যবাদ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন