দেওয়ান হামজা চৌধুরীদের হাত ধরে ভারতের বিপক্ষে ২২ বছরের জয়ের আপেক্ষ ঘুচাল বাংলাদেশ। শেখ মোরসালিনের গোলে ভারতের বিপক্ষে ভাগ্য নির্ধারণ হলেও মূল নায়কের নাম হামজা-ই। ৩০ মিনিটে ভারতের মিডফিল্ডার চাংতের নেওয়া নিশ্চিত গোলের শটটি ফাঁকা পোস্টে দাঁড়িয়ে হেডে ক্লিয়ার করেন তিনি। হংকং ম্যাচে জিততে না পারায় আক্ষেপ করে হামজা বলেছিলেন, ‘ভাগ্য পাশে নেই’। এবার হেডে গোললাইন ক্লিয়ারেন্সও করায় ভারতের বিপক্ষে কী ভাগ্য সহায়ক ছিল?
ম্যাচশেষে এমন প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘আপনি আপনার নিজের ভাগ্য নিজেই তৈরি করেন। আর আল্লাহর রহমতে আমরা নিরাপদ ছিলাম, তাই জিতেছি। শেষ চার ম্যাচ খুব কঠিন ছিল। আমরা ড্রেসিংরুমে বলেছিলাম- কালকে (মঙ্গলবার) যেন আমরা একসাথে উদযাপন করতে পারি। কোচ এবং দলের যে ত্যাগ- পরিবার থেকে দীর্ঘসময় দূরে থাকা- সেসবের প্রতিদান আজ পেয়েছি।’ তিনি আরো বলেন, ‘এখানে আমরা আজ ১৮ কোটি মানুষকে খুশি করেছি। পৃথিবীর আর কোথাও এটা সম্ভব নয়। তাই এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে।’
ভারতকে হারানোর স্বপ্ন পূরণ হয়েছে হামজার। এই মিডফিল্ডার বলেন, ‘অবশ্যই, স্বপ্ন পূরণ। আপনার একাধিক স্বপ্ন থাকতে পারে। এটি তার একটি। ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আমরা বড় কোনো টুর্নামেন্টেও কোয়ালিফাই করব। আমরা এখন প্রমাণ করেছি আমরা সক্ষম। শুধু সময় আর ধৈর্য দরকার। আমাদের দলে বহু কম অভিজ্ঞ খেলোয়াড় আছে। পূর্ণ স্টেডিয়ামে খেলা বিশাল চাপ। জায়ান, মিতুল- সবাই চাপ সামলে দারুণ খেলেছে।’
অন্যদিকে, ভারতরে বিপক্ষে জয়ের বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘এটি ছিল প্রত্যাশিতভাবেই বিশাল এক লড়াই। আমরা খুব ভালো শুরু করেছিলাম, নিঃসন্দেহে। এরপর ভারত বেশ ভালো খেলেছে। তারা আমাদের নিজেদের অর্ধে যেমনটা ভেবেছিলাম তার থেকেও বেশি চাপ তৈরি করেছিল। কিন্তু খেলোয়াড়দের মানসিকতা- এটাই আজকের দিনের সবচেয়ে বড় ব্যাপার। আমরা মাঠে নামার আগেই বলেছিলাম, সবাইকে একসঙ্গে থাকতে হবে, একে অপরের জন্য আত্মত্যাগ করতে হবে। আজ সেটাই হয়েছে।’
ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড় কে? কাবরেরা বলেন, ‘সত্যি বলতে, আমি একজনের নাম বলতে পারব না। আজ সবটাই ছিল টিমওয়ার্ক। যাদের সাধারণত তেমন আলোয় দেখা যায় না- সাদউদ্দিন, সোহেল, রাকিব, ফাহিম- সবাই অসাধারণ খেলেছে। জুনিয়র তপু বেঞ্চ থেকে নেমে দারুণ খেলেছে। অবশ্যই হামজা, শমিত, তপু বর্মণ- সবাই। এমনকি মিতুলও, যে সাম্প্রতিক ভুলের কারণে কঠিন সময় পার করছিল। আজকে সেও দুর্দান্ত ছিল। প্রতিটি খেলোয়াড়ই অসাধারণ।’

