বাংলাদেশের ১০৮তম টেস্ট ক্রিকেটার মুরাদ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯: ২৯

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সামনে খানিকটা জটলা। প্রেসবক্স থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছিল না সেখানে কী হচ্ছে। পরে যখন ব্রডকাস্ট ক্যামেরার মাধ্যমে জায়ান্ট স্ক্রীনে সেখানকার দৃশ্যটা দেখা গেল- তখনই স্পষ্ট হয়ে ওঠে কারও একজনের অভিষেকের অপেক্ষায় আছে বাংলাদেশ দল। ১০৮তম ক্রিকেটার হিসেবে টেস্ট আঙিনায় পা রাখলেন হাসান মুরাদ।

ড্রেসিংরুমের সামনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ ফিল সিমন্স ক্রিকেটারদের উদ্দেশে কিছু একটা বলছিলেন। তখনই দলের ম্যানেজার নাফিস ইকবালের হাতে দেখা দেখা যায় একটি টেস্ট ক্যাপ। তখনই স্পষ্ট হয়ে ওঠে হাসান মুরাদের মাথায় উঠতে যাচ্ছে টেস্ট ক্যাপ। লম্বা অপেক্ষার পর টেস্ট ক্যাপ পেলেন এই ক্রিকেটার। এর আগে সবশেষ কয়েকটি সিরিজে দলের সঙ্গে থেকেও মাঠে নামার সুযোগ হয়নি মুরাদের। এবার সেই আক্ষেপ ঘুচল।

বিজ্ঞাপন

বাংলাদেশের টেস্ট ইতিহাসের ১০৮তম ক্রিকেটার হাসান মুরাদ। টেস্ট আঙিনায় পা রাখার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচ খেলেছেন। এ সময় তার শিকার ১৬৫ উইকেট। ক্যারিয়ারে ১৪বার নিয়েছেন ফাইফার। টেস্ট অভিষেক হওয়া মুরাদ ইতোমধ্যে খেলেছেন ২ টি-টোয়েন্টি। এক ইনিংসে বল করে কোন উইকেট শিকার করতে পারেননি। ফলে আন্তর্জাতিক উইকেটের খাতাটা সিলেট থেকেই শুরু করতে চাইবেন এই বাঁহাতি স্পিনার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত