অবসর প্রসঙ্গ

মুশফিক-রিয়াদের কোর্টেই বল ঠেলে দিলেন আকরাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ২৩: ০০
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২৩: ৩৮

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর আলোচনায় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ফর্মে নেই, বয়সও হয়ে গেছে। এরই মধ্যে তাদের ঘিরে প্রশ্ন উঠেছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, জাতীয় দলে তারা এখন স্রেফ ‘বোঝা’ ছাড়া কিছুই নন। এই ‘বোঝা’ আর কতদিন বইবে বাংলাদেশ দল! এখনো এই সিনিয়র দুই ক্রিকেটারের জাতীয় দল ছাড়ার কোনো লক্ষণ নেই।

বিজ্ঞাপন

আজ মিরপুরে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের লোগো উন্মোচনে হাজির হয়েছিলেন বিসিবি পরিচালক আকরাম খান। তার কাছে জানতে চাওয়া হয়- জাতীয় দলে মুশফিক ও রিয়াদের ভবিষ্যৎ কি। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের কোর্টেই বল ঠেলে দিয়ে আকরাম বলেন, ‘একজন খেলোয়াড়ই বুঝতে পারে তার ভবিষ্যৎ কী। সবকিছু মিলে আমাদের খেলোয়াড়দের ওপর ছেড়ে দেওয়া উচিত। সিদ্ধান্তটা ওরাই নিক। যদি বেশি সমস্যা হয়, টিম ম্যানেজমেন্ট আছে, খেলোয়াড়ও আছে, ওরা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হয়, এটা নিয়ে বাইরে আলাপ-আলোচনা করা সম্মানজনক দেখায় না।’

চ্যাম্পিয়নস ট্রফির তিন ম্যাচে মুশফিকের রান ০ ও ২। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও রানে ছিলেন না। নিউজিল্যান্ড ম্যাচে সুযোগ পেয়ে মাহমুদউল্লাহ ৪ রানে আউট হন। তাদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ধরা হলেও আস্থা রাখতে পারেনি দুজনের কেউই। এ নিয়ে সর্বশেষ বিসিবির সভার পর ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, জাতীয় দলে খেলতে হলে তাদের প্রমাণ করেই খেলতে হবে। ফাহিমের ভাষ্য, ‘যদি তাদের বয়সের দিক থেকে বলি, ফিটনেসের দিক থেকে বলি বা তাদের পারফরম্যান্সের দিক থেকেই বলি— এটা আমার কল নয়, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক নয়। কিন্তু খেলাটা সহজ হবে না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত