টেবিল টেনিস
স্পোর্টস রিপোর্টার
টেবিল টেনিস দলের উন্নত প্রশিক্ষণের জন্য নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। টিটিতে বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন প্যাটারাথ্রোর্ন পাসারা।
প্রাথমিকভাবে ২ মাসের জন্য জন্য পাসারার সঙ্গে চুক্তি করবে বিটিটিএফ। পারফরম্যান্স সন্তোষজনক হলে ২৫ বছর বয়সী এই থাই কোচের সঙ্গে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়তে পারে সংস্থাটি।
পাসারার আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র্যাংকিং ৩১৪ নম্বরে ছিলেন তিনি। সে সয় সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক জেতেন পাসারা। বর্তমানে ডব্লিউটিটি বা আইটিটিএফ এর বিশ্ব ট্যাবিল টেনিসের র্যাংকিং এ সক্রিয় নন এই কোচ।
আগামী অক্টোবরে বাহরাইনে ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে অংশ নেবে বাংলাদেশ টেবিল টেনিস দল। এছাড়া নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলেডেরাটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমসে খেলবে বাংলাদেশ। আসন্ন ব্যস্ত সূচিতে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে কোচ হিসেবে পাসারাকে পাচ্ছে টেবিল টেনিস দল।
বিটিটিএফের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ বলেন, ‘থাই কোচ আনার পাশাপাশি বিদেশ থেকে সহকারী কোচ বা প্যাকটিস পার্টনার আনার ইচ্ছা আছে আমাদের। এছাড়া আমাদের প্রশিক্ষণার্থীদের দেশের বাইরের একাডেমিতে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য পাঠানোর ইচ্ছা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই মুহুর্তে আমাদের ক্যাপে অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি টিম রয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন জন ক্যাম্পে রয়েছে। আগামী ৮ আগস্ট বাছাইয়ের মাধ্যমে সিনিয়র টিমের সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে। তবে থাই কোচের কাছে সম্ভাবনায় সিলেক্টেড কিছু খেলোয়াড়দের আগে দেয়া হবে। আমাদের স্থানীয় কোচদের অধীনে বাকিরা প্রশিক্ষণ নেবেন।’
টেবিল টেনিস দলের উন্নত প্রশিক্ষণের জন্য নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। টিটিতে বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন প্যাটারাথ্রোর্ন পাসারা।
প্রাথমিকভাবে ২ মাসের জন্য জন্য পাসারার সঙ্গে চুক্তি করবে বিটিটিএফ। পারফরম্যান্স সন্তোষজনক হলে ২৫ বছর বয়সী এই থাই কোচের সঙ্গে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়তে পারে সংস্থাটি।
পাসারার আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র্যাংকিং ৩১৪ নম্বরে ছিলেন তিনি। সে সয় সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক জেতেন পাসারা। বর্তমানে ডব্লিউটিটি বা আইটিটিএফ এর বিশ্ব ট্যাবিল টেনিসের র্যাংকিং এ সক্রিয় নন এই কোচ।
আগামী অক্টোবরে বাহরাইনে ৩য় এশিয়ান ইয়ুথ গেমসে অংশ নেবে বাংলাদেশ টেবিল টেনিস দল। এছাড়া নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলেডেরাটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমসে খেলবে বাংলাদেশ। আসন্ন ব্যস্ত সূচিতে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে কোচ হিসেবে পাসারাকে পাচ্ছে টেবিল টেনিস দল।
বিটিটিএফের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ বলেন, ‘থাই কোচ আনার পাশাপাশি বিদেশ থেকে সহকারী কোচ বা প্যাকটিস পার্টনার আনার ইচ্ছা আছে আমাদের। এছাড়া আমাদের প্রশিক্ষণার্থীদের দেশের বাইরের একাডেমিতে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য পাঠানোর ইচ্ছা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই মুহুর্তে আমাদের ক্যাপে অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি টিম রয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন জন ক্যাম্পে রয়েছে। আগামী ৮ আগস্ট বাছাইয়ের মাধ্যমে সিনিয়র টিমের সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে। তবে থাই কোচের কাছে সম্ভাবনায় সিলেক্টেড কিছু খেলোয়াড়দের আগে দেয়া হবে। আমাদের স্থানীয় কোচদের অধীনে বাকিরা প্রশিক্ষণ নেবেন।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে