বাফুফের ট্রায়াল

জাতীয় স্টেডিয়ামে বসছে ৫২ প্রবাসী ফুটবলারের হাট

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১৪: ৪৭
বাংলাদেশ বয়সভিত্তিক জাতীয় দলে তিন প্রবাসী ফুবলার

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৮, ২৯ ও ৩০ জুন জাতীয় স্টেডিয়ামে প্রবাসী ফুটবলারদের বৃহৎ একটি ট্রায়াল আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের এই ট্রায়ালে ১৪ দেশের মোট ৫২ ফুটবলার অংশ নিচ্ছেন। বুধবার (২৫ জুন) এক সংবাদ সম্মেলনে বংশোদ্ভুত ফুটবলারের ট্রায়ালের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বাফুফের কর্তারা। তিনদিন ব্যাপী ট্রায়ালের প্রতিদিন দুটি করে সেশন হবে। এই ট্রায়ালে ১৪ থেকে ২৭ বছর বয়সী প্রবাসী ফুটবলাররা অংশ নেবেন।

যুক্তরাজ্য থেকে ২০, যুক্তরাষ্ট্র থেকে ১৪, সুইডেন থেকে ৫ ও কানাডা থেকে ২ এবং ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া থেকে একজন করে প্রবাসী ফুটবলাররা বাফুফের ট্রায়ালে অংশ নিচ্ছেন। এই ট্রায়ালে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর একেএম সাইফুল বারী টিটুর অধীনে পারফরম্যান্স ইভাল্যুয়েশন প্যানেল: অবজারভার হিসেবে থাকবে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী জানান, ট্রায়ালে যারা ভালো করবেন, তাদের প্রত্যেককে বয়সভিত্তিক দলের জন্য নির্বাচন করা হবে। তবে এ ট্রায়াল থেকে কতজনকে নেওয়া হবে, সেটি বলা হয়নি। তরুণ প্রবাসী ফুটবলাররা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২৩ দলে জায়গা পাবেন। এই দুই দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে।

উল্লেখ, ইংলিশ লিগে খেলা দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর থেকে প্রবাসী ফুটবলারের প্রতি বাড়তি মনোযোগ দিয়েছে বাফুফের। এরই মধ্যে শমিত সোম, কিউবা মিচেলের পর জাতীয় দলের জন্য আলোচনায় আছেন জায়ান হাকিম। এবার প্রবাসী ফুটবলারের বড় একটি হাট বসতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত