পাকিস্তান সিরিজ থেকে সরে দাঁড়ালেন রানা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৭: ১২
আপডেট : ২১ মে ২০২৫, ১৭: ২১

পাকিস্তান বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন রানা। তাকে নিয়েই আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বিসিবির নির্বাচক প্যানেল।

বিজ্ঞাপন

বর্তমানে আবর আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। দলের সঙ্গে মধ্যপ্রোচ্যের দেশটিতে আছেন রানা। সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে এই সংস্করণে অভিষেক হয় গতি তারকার। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান উড়াল দেবে বাংলাদেশ। সে সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়ায় দেশে ফিরবেন রানা।

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মে। ৩০ মে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা। সিরিজের শেষ ম্যাচ হবে ১ জুন। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। আগামী ২৫ মে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। ২৬ এবং ২৭ মে অনুশীলন করব লিটন দাসের দল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত