ঢাকায় চলমান দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারান রূপালী, স্মৃতিরা। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে জিতেছেন তারা। আজ সন্ধ্যা ৬টায় নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
শ্রাবণী, বৃষ্টি ও স্মৃতিরা শুরু থেকেই জার্মানিকে আটকে রাখেন এবং রেইডে পয়েন্ট সংগ্রহ করেন। মাত্র পাঁচ মিনিটেই জার্মানদের প্রথমবার অলআউট করেন স্বাগতিকরা। তখন রূপালী আক্তারের দল এগিয়ে যায় ১০-০ পয়েন্টে। এ ম্যাচে প্রায় সব খেলোয়াড়কেই পরখ করে নেয় বাংলাদেশ। ২০২৩ সালে কাবাডি শুরু করা জার্মান মেয়েরা এক পর্যায়ে ভালোই প্রতিরোধ গড়তে পেরেছিল। শারীরিক গঠনে ইউরোপের প্রতিনিধিরা শক্তপোক্ত হলেও বাংলাদেশ তাদের বিপক্ষে টেকনিকেই এগিয়ে গেছে।
দশম মিনিটে দ্বিতীয়বার অলআউট হয় জার্মানরা, তখন ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২২-৫ পয়েন্ট। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ২৮-৯ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের কিছুটা গাছাড়া ভাবের কারণে জার্মানি বেশকিছু পয়েন্ট আদায় করে নেয়। ম্যাচের শেষ ছয় মিনিট বাকি থাকতে জার্মানি তৃতীয়বার অলআউট হয়। তখন স্কোর ছিল ৪৩-২১। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ শেষ করে ৫৭-২৭ ব্যবধানে। এর মধ্যে জার্মানদের আরো একবার অলআউট করেছে বাংলাদেশের মেয়েরা।
এদিকে, বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। মাঠে আধিপত্য বিস্তার করে খেলে থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারায় তারা। প্রথমার্ধেই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিশ্ব কাবাডির পরাশক্তি দলটি। এ সময় ভারত ৪১-৬ পয়েন্টে এগিয়ে যায়। বড় লিড নেওয়ার পর রিজার্ভ খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিয়েছিল ভারত। আগের আসরের সেমিফাইনালিস্ট থাইল্যান্ড এ সুযোগে বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়েছিল। এ প্রচেষ্টা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধে ভারতের ২৪ পয়েন্টের বিপরীতে থাইল্যান্ড তুলতে পেরেছে ১৪ পয়েন্ট। ম্যাচে টস জিতে থাইল্যান্ড রেইড বেছে নিয়েছিল।

