স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা-পিএসজি ম্যাচ মানেই মহারণ। অন্য রকম এক রোমাঞ্চ। চ্যাম্পিয়নস লিগে দুদলের দ্বৈরথটা ফুটবল অনুরাগীদের মাঝে উত্তাপ ছড়িয়ে দেয় সব সময়। আজ রাতেও তেমন হাড্ডাহাডি লড়াই হতে যাচ্ছে। এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে ফরাসি চ্যাম্পিয়নদের আতিথ্য দিতে যাচ্ছে স্প্যানিশ শিরোপাধারীরা। মাঠের লড়াইয়ে কেউ কারও থেকে কোনো অংশে কম যায় না। তাই তো শ্বাসরুদ্ধকর এক ফুটবল ম্যাচই উপহার দিতে যাচ্ছে বার্সা ও পিএসজি। দুদলের লড়াই শুরু হবে আজ রাত ১টায়।
লড়াই শেষে কে হাসবে শেষ হাসি? বার্সা না পিএসজি? এ নিয়ে ফুটবল অনুরাগীদের কৌতূহলের যেন শেষ নেই। দুদলের মহাদ্বৈরথ নিয়ে এখন সরগরম পুরো ফুটবল দুনিয়া। পরিসংখ্যান অবশ্য একটু হলেও কাতালানদের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত, চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচ খেলে বার্সা জিতেছে পাঁচটি। বিপরীতে পিএসজি জয় পেয়েছে চারটিতে। বাকি চার ম্যাচ থেকে গেছে অমীমাংমিত।
গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল বার্সা-পিএসজি। সেই দুই ম্যাচে জয়-পরাজয়ে দুদল- সমানে সমান। মানে প্রথম ম্যাচ পিএসজি নিজেদের মাঠে বার্সার কাছে ৩-২ গোলে হার মেনেছিল। কিন্তু পরে বার্সেলোনার মাঠে গিয়ে সেই হারের বদলা নেয় তারা। পিএসজি জেতে ৪-১ গোলে।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। সব ধরনের টুর্নামেন্টে মিলিয়ে টানা পাঁচ জয়ের সুখস্মৃতি সঙ্গী করে পিএসজির মুখোমুখি হচ্ছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। এর মধ্যে চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়েছে কাতালুনিয়ার জায়ান্ট ক্লাবটি।
মাঠের লড়াইয়ে দারুণ সময় কাটছে পিএসজিরও। চলতি মৌসুমে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা ৬ জয়ের পর ২৩ সেপ্টেম্বর অলিম্পিক মার্সেইয়ের মাঠে হার মেনেছে তারা। তবে ফরাসি লিগ ওয়ানের ম্যাচ দিয়ে পরে জয়ের ধারায়ও ফিরেছে প্যারিসের ক্লাবটি। নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে অক্সারেকে হারিয়েছে ২-০ গোলে।
এই ম্যাচ দিয়ে পুরোনো ক্লাব বার্সেলোনার সঙ্গে পুনর্মিলন হয়ে যাচ্ছে কোচ লুইস এনরিকের। এই স্প্যানিশ কোচের অধীনে এক দশক আগে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথার ওপর উঁচিয়ে ধরেছিল বার্সা। সেই এনরিকে এখন পিএসজির কোচ। তাই টাচ লাইনে কোচ হান্সি ফ্লিকের সঙ্গে তার লড়াইটাও হবে জমজমাট।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে ছিলেন না লামিনে ইয়ামাল। তবে সেন্ট জেমস পার্কে কোনো সমস্যা হয়নি বার্সার। নিউক্যাসলের বিপক্ষে স্প্যানিশ তরুণ তুর্কির অভাব ঘুচিয়ে দিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলা এ ইংলিশ তারকা ফরোয়ার্ড জোড়া গোল করে জিতিয়ে ছিলেন বার্সাকে। তবে আজকের ম্যাচে থাকবেন চোট কাটিয়ে মাঠে ফেরা ইয়ামাল। আর পিএসজির জার্সিতে থাকবেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেও। ব্যালন ডি’অর মঞ্চে ইয়ামালকে হারিয়েছেন দেম্বেলে। এবার মাঠের লড়াইয়ে কে শেষ হাসি হাসে, সেটাই এখন দেখার।
মুখোমুখি
বরুশিয়া ডর্টমুন্ড-অ্যাথলেটিক বিলবাও
বার্সেলোনা-পিএসজি
মোনাকো-ম্যানসিটি
আর্সেনাল-অলিম্পিয়াকোস পাইরেউস
নাপোলি-স্পোর্টিং সিপি
বায়ার লেভারকুসেন-আইন্দহোভেন
ভিয়ারিয়াল-জুভেন্টাস
বার্সেলোনা-পিএসজি ম্যাচ মানেই মহারণ। অন্য রকম এক রোমাঞ্চ। চ্যাম্পিয়নস লিগে দুদলের দ্বৈরথটা ফুটবল অনুরাগীদের মাঝে উত্তাপ ছড়িয়ে দেয় সব সময়। আজ রাতেও তেমন হাড্ডাহাডি লড়াই হতে যাচ্ছে। এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে ফরাসি চ্যাম্পিয়নদের আতিথ্য দিতে যাচ্ছে স্প্যানিশ শিরোপাধারীরা। মাঠের লড়াইয়ে কেউ কারও থেকে কোনো অংশে কম যায় না। তাই তো শ্বাসরুদ্ধকর এক ফুটবল ম্যাচই উপহার দিতে যাচ্ছে বার্সা ও পিএসজি। দুদলের লড়াই শুরু হবে আজ রাত ১টায়।
লড়াই শেষে কে হাসবে শেষ হাসি? বার্সা না পিএসজি? এ নিয়ে ফুটবল অনুরাগীদের কৌতূহলের যেন শেষ নেই। দুদলের মহাদ্বৈরথ নিয়ে এখন সরগরম পুরো ফুটবল দুনিয়া। পরিসংখ্যান অবশ্য একটু হলেও কাতালানদের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত, চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচ খেলে বার্সা জিতেছে পাঁচটি। বিপরীতে পিএসজি জয় পেয়েছে চারটিতে। বাকি চার ম্যাচ থেকে গেছে অমীমাংমিত।
গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল বার্সা-পিএসজি। সেই দুই ম্যাচে জয়-পরাজয়ে দুদল- সমানে সমান। মানে প্রথম ম্যাচ পিএসজি নিজেদের মাঠে বার্সার কাছে ৩-২ গোলে হার মেনেছিল। কিন্তু পরে বার্সেলোনার মাঠে গিয়ে সেই হারের বদলা নেয় তারা। পিএসজি জেতে ৪-১ গোলে।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। সব ধরনের টুর্নামেন্টে মিলিয়ে টানা পাঁচ জয়ের সুখস্মৃতি সঙ্গী করে পিএসজির মুখোমুখি হচ্ছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। এর মধ্যে চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়েছে কাতালুনিয়ার জায়ান্ট ক্লাবটি।
মাঠের লড়াইয়ে দারুণ সময় কাটছে পিএসজিরও। চলতি মৌসুমে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা ৬ জয়ের পর ২৩ সেপ্টেম্বর অলিম্পিক মার্সেইয়ের মাঠে হার মেনেছে তারা। তবে ফরাসি লিগ ওয়ানের ম্যাচ দিয়ে পরে জয়ের ধারায়ও ফিরেছে প্যারিসের ক্লাবটি। নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে অক্সারেকে হারিয়েছে ২-০ গোলে।
এই ম্যাচ দিয়ে পুরোনো ক্লাব বার্সেলোনার সঙ্গে পুনর্মিলন হয়ে যাচ্ছে কোচ লুইস এনরিকের। এই স্প্যানিশ কোচের অধীনে এক দশক আগে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথার ওপর উঁচিয়ে ধরেছিল বার্সা। সেই এনরিকে এখন পিএসজির কোচ। তাই টাচ লাইনে কোচ হান্সি ফ্লিকের সঙ্গে তার লড়াইটাও হবে জমজমাট।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে ছিলেন না লামিনে ইয়ামাল। তবে সেন্ট জেমস পার্কে কোনো সমস্যা হয়নি বার্সার। নিউক্যাসলের বিপক্ষে স্প্যানিশ তরুণ তুর্কির অভাব ঘুচিয়ে দিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলা এ ইংলিশ তারকা ফরোয়ার্ড জোড়া গোল করে জিতিয়ে ছিলেন বার্সাকে। তবে আজকের ম্যাচে থাকবেন চোট কাটিয়ে মাঠে ফেরা ইয়ামাল। আর পিএসজির জার্সিতে থাকবেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলেও। ব্যালন ডি’অর মঞ্চে ইয়ামালকে হারিয়েছেন দেম্বেলে। এবার মাঠের লড়াইয়ে কে শেষ হাসি হাসে, সেটাই এখন দেখার।
মুখোমুখি
বরুশিয়া ডর্টমুন্ড-অ্যাথলেটিক বিলবাও
বার্সেলোনা-পিএসজি
মোনাকো-ম্যানসিটি
আর্সেনাল-অলিম্পিয়াকোস পাইরেউস
নাপোলি-স্পোর্টিং সিপি
বায়ার লেভারকুসেন-আইন্দহোভেন
ভিয়ারিয়াল-জুভেন্টাস
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে