বিপিএলে আছেন ‘বুমবুম’ আফ্রিদিও

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯: ৫৬
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০: ০৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে আছেন শহিদ আফ্রিদি। যদিও এবার ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে না পাকিস্তানের সাবেক অধিনায়ককে। বিপিএলের এবারের আসরে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখা যাবে আফ্রিদিকে। পাশাপাশি পালন করবেন মেন্টরের দায়িত্ব।

চট্টগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিতে আজ (২৯ ডিসেম্বর) ঢাকায় পা রাখেন আফ্রিদি। আরও একবার বিপিএলের অংশ হতে পেরে কতটা খুশি হয়েছেন সেটা বোঝা গেল তার কথায়। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি ঢাকায় চলে এসেছি।’

বিজ্ঞাপন

বিপিএলের প্রথম আসরে আফ্রিদির ঠিকানা ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরবর্তীতে খেলেছেন সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের মতো ফ্রাঞ্চাইজির হয়ে।

কুমিল্লা, ঢাকা ডায়নামাইটস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএলের শিরোপাও জিতেছেন আফ্রিদি। বিপিএলে সব মিলিয়ে ৪৫ ম্যাচে মাঠে নেমেছেন। ৩৫ ইনিংস ব্যাট হাতে নেমে করেছেন ৫৩৯ রান। এছাড়া বল হাতে শিকার করেছেন ৫৭ উইকেট। সবশেষ ২০১৯-২০ মৌসুমের পর আর দেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো এই টুর্নামেন্টে দেখা যায়নি আফ্রিদিকে। ভিন্ন ভূমিকায় হলেও অবশেষে চার মৌসুম পর বিপিএলে ফিরলেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত