ধোনির ১০০ কোটি রুপির মামলার বিচার শুরুর নির্দেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৬: ৪৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেটিং কেলেঙ্কারিতে নাম জড়ানোর ঘটনায় মহেন্দ্র সিং ধোনির করা ১০০ কোটি রুপির মানহানি মামলাটি দীর্ঘ দিন ধরে থমকে ছিল। অবশেষে আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।

আইপিএলের ২০১৩ সালের আসরে বেটিংয়ের অভিযোগে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই মৌসুম নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। সে ঘটনায় নাম উল্লেখ করে মন্তব্য করায় নিউজ নেশন নেটওয়ার্ক, সাংবাদিক সুধীর চৌধুরী, জি মিডিয়া কর্পোরেশন ও অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা জি সম্পথ কুমারের বিরুদ্ধে ২০১৪ সালে মামলা দায়ের করেন ধোনি।

বিজ্ঞাপন

কয়েক দফা আবেদনের প্রেক্ষিতে এই মামলার কার্যক্রম শুরু করা যাচ্ছিল না। সম্প্রতি ধোনির পক্ষে কৌসুলি আর আর রমন হলফনামা জমা দিয়ে মামলা চালিয়ে যাওয়ার আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোটের বিচারক সিভি কার্তিকেয়ান এই মামলা শুরুর নির্দেশ দেন। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮।

স্টেটসম্যান জানিয়েছে, ওই মামলার জন্য ধোনি নিজে উপস্থিত থেকে জবাবনবন্দি দেবেন। তারকা হওয়ায় তার উপস্থিতি আদালতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে। তাই নিরাপত্তার স্বার্থে আদালত চত্বরের বাইরে বিশ্বকাপ জয়ী অধিনায়কের সাক্ষ্যগ্রহণ করা হবে। এজন্য ইতামধ্যে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন বিচারক কার্তিকেয়ান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত