চেলসি ডিফেন্ডারের মতে

চ্যাম্পিয়নস লিগকে ছাড়িয়ে যাবে ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৮: ২৪

শুরুর আগে অনেক সমালোচনা হয়েছে ক্লাব বিশ্বকাপ নিয়ে। যদিও শেষ হওয়ার পর টুর্নামেন্টটি নিয়ে প্রশংসা বাক্য শোনা যাচ্ছে বর্তমান সাবেক ফুটবলারদের মুখে। লেভি কলউইল তাদের একজন। বাকিদের থেকে ক্লাব বিশ্বকাপ নিয়ে একটু বেশিই প্রশংসা করেছেন চেলসির সেন্টার ব্যাক। তার মতে, চ্যাম্পিয়নস লিগকে ছাড়িয়ে যাবে ক্লাব বিশ্বকাপ।

ক্লাব বিশ্বকাপে দারুণ কিছু লড়াই দেখেছে ফুটবলপ্রেমীরা। বিশেষ করে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর চমক জাগানিয়া পারফরম্যান্সের কথা না বললেই নয়। নতুন আঙ্গিকে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের শিরোপার দৌঁড়ে এগিয়ে ছিল পিএসজি। কিন্তু ফাইনালে তাদের পাত্তা না দিয়ে ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে চেলসি। ম্যাচটিতে কোল পালমারের একটি গোলে সহায়তা করেন কলউইল।

বিজ্ঞাপন

ক্লাব বিশ্বকাপ নিয়ে রক্ষণভাগের এই ফুটবলার বলেন, ‘টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম যে- আমাদের পরিকল্পনা হলো চ্যাম্পিয়ন হওয়া। এটা শোনার পর অনেকেই আমাকে পাগল ভেবেছিল। এখন আমি আসন্ন ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও একই কথা বলতে চাচ্ছি। ক্লাব বিশ্বকাপ আমার জেতা সবচেয়ে বড় শিরোপা। আমার মনে হয় ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও বড় হবে এবং আমরাই প্রথম দল যারা এটা জিতেছি। এটা দারুণ একটা জয় ছিল। যদি আমরা এভাবে শিরোপা জেতা অব্যাহত রাখি তাহলে সবাই আমাদের প্রাপ্য ভালোবাসা দেবে। মনে হয় আমরা প্রস্তুত এবং পরের মৌসুমে দেখি কি হয়।’

কলউইল আরো বলেন, ‘আমরা একটি দল এবং এটাই চেলসির সবচেয়ে বড় পরিচয়। টেরি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবার মতো খেলোয়াড়রা এখানে খেলে গেছেন। একই কাজ এখন আমরা করছি। তারা সবাই অসাধারণ খেলোয়াড় ছিলেন। আমাদের বর্তমান দলেও ভালো খেলোয়াড় আছে। আমাদের পরিকল্পনা হলো চেলসির জন্য শিরোপা জেতা। আমরা অবশ্যই এটা করতে পারব। ইতোমধ্যে আমরা সেটা করিয়েও দেখিয়েছি। সবাই বলেছে যে পিএসজি বিশ্বের সেরা দল। আমরা তাদের ৩-০ ব্যবধানে হারিয়েছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত