আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আনচেলত্তির পরিকল্পনায় ‘৭০’

স্পোর্টস ডেস্ক
আনচেলত্তির পরিকল্পনায় ‘৭০’
কার্লো আনচেলত্তি, ছবি: এক্স হ্যান্ডেল

বিশ্বকাপে খেলার মতো ব্রাজিলের ৭০ জন খেলোয়াড় আছে বলে মন্তব্য করেছেন কোচ কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে মূলপর্বে ওঠার পর একথা বলেন ব্রাজিল কোচ। ম্যাচে ব্রাজিলের হয়ে গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিজের আগামী তিন মাসের পরিকল্পনা জানাতে গিয়ে বলেন, ‘আমার হাতে প্রায় ৭০ জন খেলোয়াড়ের তালিকা আছে। সবাইকে নজরে রাখা হবে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড এখনো নির্ধারিত নয়।’ বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ব্রাজিলের এটি ছিল ১৬তম ম্যাচ। এই জয়ে তারা লাতিন আমেরিকার অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন