স্পোর্টস ডেস্ক
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সে বিপর্যয় সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের ৯৮ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা।
কেয়ার্নসে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে কেশভ মহারাজের স্পিন ঘূর্ণিতে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৬০ রান তোলেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ।
হেড ব্যক্তিগত ২৭ রান করে প্রেনালানের বলে আউট হলে এই জুটি ভাঙে। সেখান থেকে দলীয় ৮৯ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলকে বিপদে রেখে একে একে ফেরেন মার্নাস লাবুশান, ক্যামেরুন গ্রিন, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডিরা। বাকিদের আসা যাওয়ার বিপরীতে প্রতিরোধ গড়েন মার্শ।
অষ্টম ব্যাটার হিসেবে ফেরার আগে খেলেন ৮৮ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান এনে দেন বেন দারসুইস। ১৪ রান আসে নাথান এলিসের ব্যাট থেকে। অজিদের ধসিয়ে দেওয়ার পথে ৩৩ রানে ৫ উইকেট নেন মহারাজ। এছাড়া নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিদির শিকার দুটি করে উইকেট।
এর আগে এইডেন মার্করাম, টেম্বা বাভুমা ও ম্যাথু ব্রিটজকের ফিফটিতে এই পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ৮১ বলে ৯ চারের সাহায্যে ৮২ রানের ইনিংস খেলেন মার্করাম। বাভুমার অবদান ৬৫ রান। ব্রিটজকের ব্যাট থেকে আসে ৫৭ রান। এছাড়া রায়ান রিকেলটন ৩৩ ও উইয়ান মুল্ডার করেন ৩১ রান। প্রোটিয়াদের পতন হওয়া ৮ উইকেটের মধ্যে চারটাই নেন হেড। ৯ ওভারে ৫৭ রান খরচ করেন তিনি। ৫৩ রানে ২ উইকেট নেন দারসুইস।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৯৬/৮- ৫০ ওভার (মার্করাম ৮২, বাভুমা ৬৫, ব্রিটজকে ৫৭, রিকেলটন ৩৩; হেড ৪/৫৭)
অস্ট্রেলিয়া: ১৯৮/১০- ৪০.৫ ওভার (মার্শ ৮৮, দারসুইস ৩৩, হেড ২৭, এলিস ১৪; মহারাজ ৫/৩৩)
ফল: দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে জয়ী
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সে বিপর্যয় সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের ৯৮ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা।
কেয়ার্নসে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে কেশভ মহারাজের স্পিন ঘূর্ণিতে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৬০ রান তোলেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ।
হেড ব্যক্তিগত ২৭ রান করে প্রেনালানের বলে আউট হলে এই জুটি ভাঙে। সেখান থেকে দলীয় ৮৯ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলকে বিপদে রেখে একে একে ফেরেন মার্নাস লাবুশান, ক্যামেরুন গ্রিন, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডিরা। বাকিদের আসা যাওয়ার বিপরীতে প্রতিরোধ গড়েন মার্শ।
অষ্টম ব্যাটার হিসেবে ফেরার আগে খেলেন ৮৮ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান এনে দেন বেন দারসুইস। ১৪ রান আসে নাথান এলিসের ব্যাট থেকে। অজিদের ধসিয়ে দেওয়ার পথে ৩৩ রানে ৫ উইকেট নেন মহারাজ। এছাড়া নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিদির শিকার দুটি করে উইকেট।
এর আগে এইডেন মার্করাম, টেম্বা বাভুমা ও ম্যাথু ব্রিটজকের ফিফটিতে এই পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ৮১ বলে ৯ চারের সাহায্যে ৮২ রানের ইনিংস খেলেন মার্করাম। বাভুমার অবদান ৬৫ রান। ব্রিটজকের ব্যাট থেকে আসে ৫৭ রান। এছাড়া রায়ান রিকেলটন ৩৩ ও উইয়ান মুল্ডার করেন ৩১ রান। প্রোটিয়াদের পতন হওয়া ৮ উইকেটের মধ্যে চারটাই নেন হেড। ৯ ওভারে ৫৭ রান খরচ করেন তিনি। ৫৩ রানে ২ উইকেট নেন দারসুইস।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৯৬/৮- ৫০ ওভার (মার্করাম ৮২, বাভুমা ৬৫, ব্রিটজকে ৫৭, রিকেলটন ৩৩; হেড ৪/৫৭)
অস্ট্রেলিয়া: ১৯৮/১০- ৪০.৫ ওভার (মার্শ ৮৮, দারসুইস ৩৩, হেড ২৭, এলিস ১৪; মহারাজ ৫/৩৩)
ফল: দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে জয়ী
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
২৭ মিনিট আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগে