স্বপ্নের অভিষেকের অপেক্ষায় রেকর্ড ট্রিপল সেঞ্চুরিয়ান নাকভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২৩: ০০
আন্তুম নাকভি

জিম্বাবুয়ের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন তার অনেক দিনের। সুযোগও এসেছিল। কিন্তু স্বপ্নটা পূরণ হয়নি তখন। এক বছরের বেশি সময় আগে দলে জায়গা পেয়েও খেলা হয়নি আন্তুম নাকভির। সমস্যা ছিল নাগরিকত্ব পাওয়া নিয়ে।

বিজ্ঞাপন

সেই জটিলতা এবার কেটে গেছে। সুবাদে আফ্রিকার দেশটির প্রতিনিধিত্ব করার দ্বারপ্রান্তে এখন নাকভি। ফের ডাক পেয়েছেন জিম্বাবুয়ের জাতীয় দলে। তাই তো স্বপ্নের অভিষেক থেকে হাত ছোঁয়া দূরত্বে রয়েছেন আলোচিত এই ব্যাটসম্যান।


নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ জনের দল দিয়েছে জিম্বাবুয়ে। প্রথমবারের মতো এই সংস্করণের দলে স্থান করে নিয়েছেন চমৎকার এক রেকর্ডের মালিক নাকভি।


নাকভির দাদা ছিলেন ভারতের নাগরিক। তার দাদি ছিলেন পাকিস্তানের। পরে সপরিবারে তারা পাড়ি জমান বেলজিয়ামে। নাকভির জন্ম ব্রাসেলসে হলেও ক্রিকেটে হাতেখড়ি আর বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার মাটিতে। যার কিনা রয়েছে বিমান চালনার লাইসেন্স। মানে কোয়ালিফাইড বাণিজ্যিক পাইলটও নাকভি।


নাকভির দাদা ছিলেন ভারতের নাগরিক। তার দাদি ছিলেন পাকিস্তানের। পরে সপরিবারে তারা পাড়ি জমান বেলজিয়ামে। নাকভির জন্ম ব্রাসেলসে হলেও ক্রিকেটে হাতেখড়ি আর বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার মাটিতে। যার কিনা রয়েছে বিমান চালনার লাইসেন্স। মানে কোয়ালিফাইড বাণিজ্যিক পাইলটও নাকভি। তবে সবকিছু পেছনে ফেলে এখন আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্নমালা গড়ে যাচ্ছেন তিনি।

তবে সবকিছু পেছনে ফেলে এখন আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্নমালা গড়ে যাচ্ছেন তিনি।

তবে সবকিছু পেছনে ফেলে এখন আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্নমালা গড়ে যাচ্ছেন তিনি। তবে সবকিছু পেছনে ফেলে এখন আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্নমালা গড়ে যাচ্ছেন তিনি।


জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে নাকভির অভিষেক হয় ২০২৩ সালে। ওই বছর মিড ওয়েস্ট রাইনোজ দলের হয়ে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ক্রিকেট ও টি-টোয়েন্টিতে শুরু করেন খেলা। চার দিনের ক্রিকেটে নিজের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েই আলোচনায় চলে আসেন।


২০২৪ সালের জানুয়ারিতে নতুন ইতিহাস লিখেন নাকভি। চার দিনের ক্রিকেটে তো অবশ্যই, স্বীকৃত যেকোনো ধরনের ক্রিকেটেই জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন তিনি। উপহার দেন অপরাজিত ৩০০* রানের অনন্য এক ইনিংস। এরপরই জাতীয় দলে অন্তর্ভুক্ত হলেও নাগরিকত্ব জটিলতার কারণে খেলতে পারেননি তখন জিম্বাবুয়ের। এবার স্বপ্নটা সত্যি করার পালার তার।


জিম্বাবুয়ে টেস্ট দল : ক্রেইগ আরভাইন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টানাকা চিভাঙ্গা, বেন কারান, ব্র্যাড ইভান্স, রয় কাইয়া, টানুনুরওয়া মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, টিনোটেন্ডা মাপোসা, ব্লেসিং মুজারাবানি, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, টাফাডজোয়া সিগা, ব্রেন্ডন টেইলর, নিক ওয়েলচ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত