শিয়াটেকের মুখে জয়ের হাসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০০: ০০
ইগা শিয়াটেক

ইউএস ওপেনের এবারের আসরের লড়াই জমে উঠেছে। পুরুষ ও নারী এককের প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন ফেভারিট সব তারকাই। র‍্যাংকিংয়ের নাম্বার ওয়ান ইয়ানিক সিনারের সঙ্গে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আরেক তারকা আলেক্সান্ডার জভেরেভ। মেয়েদের এককে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছেন ইগা শিয়াটেক, নাওমি ওসাকা ও কোকো গাউফ।



সিনারের জয়টা প্রত্যাশিতই ছিল। কোর্টেও দেখালেন ঝলক। এই ইতালিয়ানের সামনে স্রেফ উড়ে গেলেন চেক রিপাবলিকের অবাছাই ভিট কপ্রিভা। তাকে মাত্র ১ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন সিনার। এ জয়ে হার্ড কোর্টে গ্র্যান্ড স্ল্যামে টানা ২২তম জয় পেলেন ‘নাম্বার ওয়ান’ তারকা। ম্যাচ জয়ের পর সিনার বলেন, ‘আবার সুস্থ হয়ে ফিরতে পেরে খুশি। সেরা অবস্থায় খেলার চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন



পুরুষ এককে আরো জয় পেয়েছেন জার্মানির জভেরেভ। জয় পেতে বেশ লড়াই করতে হয়েছে জার্মান তারকাকে। তিনি ৬-২, ৭(৭)-৬(৪), ৬-৪ গেমে হারিয়েছেন চিলির আলেজান্দ্রো তাবিলোকে। একই দিনে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন ইতালির দশম বাছাই লোরেনজো মুসেত্তি। তিনি ফরাসি প্রতিদ্বন্দ্বী জিয়োভান্নি পেরিকার্ডকে হারান ৬-৭ (৩-৭), ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে, ম্যাচের সময় লেগেছিল ২ ঘণ্টা ৩২ মিনিট।


মহিলা এককে দ্বিতীয় বাছাই শিয়াটেক জয় পেয়েছেন সহজেই। কলম্বিয়ার অবাছাই এমিলিয়ানা অ্যারাঙ্গোর বিপক্ষে পোল্যান্ড তারকার জয় এসেছে সরাসরি ৬-১, ৬-২ গেমে। প্রথম সেটে শিয়াটেক তিনটি ডাবল ফল্ট করলেও অ্যারাঙ্গো তা কাজে লাগাতে পারেননি। ফলে এক ঘণ্টায় জয় নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই পোলিশ তারকা।



মেয়েদের এককে আরো জয় পেয়েছেন গাউফ ও ওসাকা। যুক্তরাষ্ট্রের তারকা গাউফ ৬-৪, ৬(২)-৭(৭), ৭-৫ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার আজলা টমজানোভিচকে। অন্যদিকে, জাপানের ওসাকা দাপুটে জয় তুলে নিয়েছেন বেলজিয়ামের গ্রেট মিনেনের বিপক্ষে। মিনেনের বিপক্ষে ওসাকার জয় সরাসরি ৬-৩, ৬-৪ সেটে।

বিষয়:

ইউএস ওপেন

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত