সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১১: ২৩
আপডেট : ০২ জুন ২০২৫, ২০: ৪৭

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ (সৌদি আরব) ২০২৭ কোয়ালিফায়ার্স ও ভুটানের বিপক্ষে ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী। একটি ফ্লাইটে আজ সকাল ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ বিকাল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন হামজা। জাতীয় স্টেডিয়ামে এই প্রথম অনুশীলন করলেন তিনি। আগের দিনের মতো গতকালও ক্লোজড ডোর অনুশীলন করেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

বিজ্ঞাপন

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এবার দেশের মাটিতে অভিষেকের অপেক্ষায় আছেন সদ্য শেষ হওয়া মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলা এই ফুটবলার।

এশিয়ান কাপ বাছাইয়ের আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। তার আগে আগামী ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ড্রেস রিহার্সেল হিসেবে ভুটান ম্যাচে হামজাকে নামাতে চান কাবরেরা।

ইতোমধ্যে ম্যাচ দুটিকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কাবরেরা। হামজা ছাড়াও সে দলে চমক হিসেবে আছেন আরও দুই প্রবাসী ফুটবলার শমিত সোম ও ফাহমিদুল ইসলাম। সব মিলিয়ে আসন্ন ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

প্রাথমিক দলের খেলোয়াড়ের নিয়ে গত শনিবার থেকে ক্যাম্প শুরু করেছেন কাবরেরা। ক্যাম্পে যোগ দিতে গত বুধবার ঢাকায় পা রাখেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। আরেক প্রবাসী ফুটবলার শমিতের ঢাকায় আসার কথা আগামী বুধবার (৪ মে)।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত