সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ (সৌদি আরব) ২০২৭ কোয়ালিফায়ার্স ও ভুটানের বিপক্ষে ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী। একটি ফ্লাইটে আজ সকাল ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ বিকাল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন হামজা। জাতীয় স্টেডিয়ামে এই প্রথম অনুশীলন করলেন তিনি। আগের দিনের মতো গতকালও ক্লোজড ডোর অনুশীলন করেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এবার দেশের মাটিতে অভিষেকের অপেক্ষায় আছেন সদ্য শেষ হওয়া মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলা এই ফুটবলার।
এশিয়ান কাপ বাছাইয়ের আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। তার আগে আগামী ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ড্রেস রিহার্সেল হিসেবে ভুটান ম্যাচে হামজাকে নামাতে চান কাবরেরা।
ইতোমধ্যে ম্যাচ দুটিকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কাবরেরা। হামজা ছাড়াও সে দলে চমক হিসেবে আছেন আরও দুই প্রবাসী ফুটবলার শমিত সোম ও ফাহমিদুল ইসলাম। সব মিলিয়ে আসন্ন ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।
প্রাথমিক দলের খেলোয়াড়ের নিয়ে গত শনিবার থেকে ক্যাম্প শুরু করেছেন কাবরেরা। ক্যাম্পে যোগ দিতে গত বুধবার ঢাকায় পা রাখেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। আরেক প্রবাসী ফুটবলার শমিতের ঢাকায় আসার কথা আগামী বুধবার (৪ মে)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

