আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকায় ২০০ টাকায় মিলবে বিপিএলের টিকিট

স্পোর্টস রিপোর্টার

ঢাকায় ২০০ টাকায় মিলবে বিপিএলের টিকিট

সিলেট পর্ব শেষে বিপিএল হওয়ার কথা ছিল চট্টগ্রামে। কিন্তু সে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। যে কারণে এবারের বিপিএলে এখন পর্যন্ত হওয়া সবগুলো ম্যাচ বিসিবি আয়োজন করেছে সিলেটে। তবে আগামীকাল শেষ হবে সিলেট পর্ব। পরে টুর্নামেন্ট পাড়ি জমাবে ঢাকায়। মাঝে ছুটি থাকবে দুদিন। ১৫ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফের শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের খেলা। আসরের লিগ পর্বের বাকি সব ম্যাচের সঙ্গে প্লে-অফ ও ফাইনালও হবে মিরপুরে। বিপিএলের এ অংশের টিকিটের মূল্য আজ জানিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা। এ টাকায় পূর্ব গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করা যাবে। উত্তর গ্যালারি ও আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউস গ্যালারির টিকিটের মূল্য ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট মিলবে ৮০০ টাকায়। সর্বোচ্চ দুই হাজার টাকায় বিক্রি হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। এ ছাড়া এক হাজার টাকা খরচে ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ও ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থে বসে খেলা উপভোগ করা যাবে। সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। ১২ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্বের টিকিট বিক্রি। টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd সাইট থেকে।

মিরপুরে প্রথম দিন চট্টগ্রাম রয়্যালস মোকাবিলা করবে নোয়াখালী এক্সপ্রেসকে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে সিলেট টাইটানসের। ১৯ জানুয়ারি হবে এলিমেনটর ও প্রথম কোয়ালিফায়ারের লড়াই। ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের খেলা। ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে ২৩ জানুয়ারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন