চ্যাম্পিয়ন্স ট্রফি

শিরোপা রেখে দিতে চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৬

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। সেরা আট দলের টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান। দলটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা রেখে দিতে চান তারা।

এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। সেবার ফাইনালে ভারতকে হারায় তারা। পাকিস্তানের শিরোপা জয়ে নেপথ্য নায়কের ভূমিকা পালন করেন ফখর জামান ও মোহাম্মদ আমির। সে আসরের বিভিন্ন স্মৃতি এখনও অমলিন আফ্রিদির কাছে।

বিজ্ঞাপন

আইসিসিকে তিনি বলেন, ‘সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আমি পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড় ছিলাম। পাকিস্তান ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ টিভিতে দেখেছি। আমাদের আমাদের দেশের সবার জন্য বিশেষ এক অনুভূতি ছিল। আমি চাই যেন সেবারের মতো ফাইনালের ওই সাদা কোট আমরা আবার পরতে পারি।’

‘২০১৭ সালের ফাইনালে ফখর জামানের ওই ইনিংষটির কথা আমার পক্ষে ভুলা সম্ভব না। ওই ইনিংসটি পুরো ম্যাচের চিত্র পাল্টে দেয়। এরপর বোলিংয়ের মোহাম্মদ আমিরের ওই স্পেল। সেদিন দলের সবাই নিজেদের অবস্থান থেকে সেরাটা দিয়েছিল। কিন্তু আসল পারফরম্যান্স করেছিল ফখর ও আমির। তাদের পারফরম্যান্সের কথা আমি ভুলব না।’

আফ্রিদি আরও বলেন, ‘সে ফাইনালে পাকিস্তান সব মিলিয়ে একটা দলগত নৈপুণ্য দেখিয়েছে। দারুণ একটি মুহূর্ত ফিরিয়ে আনার জন্য সে দলগত পারফরম্যান্স আবার ফিরিয়ে আনতে হবে। আমরা সেটাই করতে চাই এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা আমাদের কাছে রেখে দিতে চাই।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত