এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে মিয়ানমারে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। বাফুফে সূত্রে জানা যায় , বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় দুপুর একটায় মিয়ানমারে টিম হোটেলে নিরাপদেই পৌঁছেছেন আফঈদা খন্দকাররা। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে মিয়ানমারের বিমান ধরেন তারা। থাইল্যান্ড হয়ে মিয়ানমারে গেছেন নারী ফুটবলাররা। বাছাই পর্বের খেলা শেষে ৬ জুলাই থাইল্যান্ড হয়েই দেশে ফেরার কথা রয়েছে তাদের।
এশিয়ান কাপের বাছাই পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী দলের অভিযান শুরু হবে। এরপর ২ জুলাই মিয়ানমার এবং ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাছাই পর্ব পেরিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য নিয়ে মিয়ানমারে গেছে বাংলাদেশ নারী দল।

