ভারত-পাকিস্তান লড়াই মানেই বিতর্ক আর নো হ্যান্ডশেক। এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার ব্যত্যয় ঘটল না। হাত মেলাননি প্রতিবেশী দুদেশের অধিনায়ক আয়ুশ মাত্রে আর ফারহান ইউসুফ। এমনকি কেউ কারো দিকে তাকাননি পর্যন্ত! বাকি ক্রিকেটারদের বেলায়ও ঘটেছে একই ঘটনা। মাঠের লড়াইয়ের এ ঘটনার সঙ্গে ম্যাচের ফলও অপরিবর্তিত।
ভারতের কাছে পাকিস্তানের হারই যেন নিয়তি। যুব এশিয়া কাপেও হারল পাকিস্তানের যুবারা। মালয়েশিয়ার বিপক্ষে জয়ে আসর শুরু করেছিল তারা। ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারতীয়রা। এ জয়ে সেমিফাইনালের টিকিট পেল বৈভব সূর্যবংশীরা। টুর্নামেন্ট শুরু করেছিল তারা সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ২৪০ রানের পুঁজি গড়ে ভারত। অ্যারন জর্জ ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন ম্যাচসেরা কানিস্ক চৌহান। আর আয়ুশ মাত্রে এনে দেন ৩৮ রান। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১৫০ রানেই। যদিও হুজাইফা আহসান উপহার দেন ৭০ রানে দাপুটে এক ইনিংস।

