৬ গোলের রোমাঞ্চে জিতল না কেউ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৬: ৫১
আপডেট : ০১ মে ২০২৫, ০৭: ২৫

ম্যাচে গোল হয়েছে ছয়টি। যদিও জয়ের হাসি হাসতে পারেনি কোনো দল৷ উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রয়ে।

বিজ্ঞাপন

এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিজে আধিপত্য দেখিয়েছে বার্সা৷ বল দখল কিংবা আক্রমণ, সবকিছুতেই ইন্টারের চেয়ে বেশ এগিয়ে ছিল স্বাগতিকরা৷ ৭২ শতাংশ বল দখলে রেখে গোলমুখে তাদের নেওয়া ১৯ শটের মধ্যে নয়টা লক্ষ্যে ছিল। বিপরীতে ৭ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে ইন্টার। এর সবকটিই গোলে পরিণত হয়েছে। ম্যাচের প্রথম মিনিটেই গোটা গ্যালারি স্তব্ধ করে দেয় ইন্টার। বক্সে ডেঞ্জেল ডামফ্রিসের বাড়ানো বল পেয়ে জালে জড়ান ফরাসি তারকা ফুটবলার মার্কাস থুরাম। ২০ মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বার্সা।

ওভারহেড কিকে ব্যবধান বাড়ান ডামফ্রিস। ২৪ মিনিটে ব্যবধান কমায় বার্সা। প্রথমে বক্সের বাইরে ইন্টারের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেন লামিনে ইয়ামাল। এরপর বক্সে ঢুকে অতিথিদের কয়েকজনকে ফাঁকি দিয়ে দারুণ এক শটে জাল কাঁপান এই স্প্যানিশ ফরওয়ার্ড। ১৪ মিনিটের মাথায় স্বস্তি ফেরে বার্সা শিবিরে। ছয় গজ বক্সে হেডে রাফিনহার দেওয়া বল পেয়ে গোল করেন ফেররান তোরেস। ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

৬৩ মিনিটে ফের এগিয়ে যায় ইন্টার। কর্নার থেকে পাওয়া বলে হেডে জালে জড়ান ডামফ্রিস। ২ মিনিট পর আত্মঘাতী গোলে সমতা টানে বার্সা। ডি বক্সের বেশ বাইরে থেকে রাফিনহার নেওয়া জোরালো শট ক্রসবারে বাধা পেয়ে ইন্টারের গোলরক্ষক ইয়ান সোমেরের পিঠে লেগে জাল জড়ায়। বাকি সময়ে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি বার্সা। দ্বিতীয় লেগে আগামী ৭ মে সান সিরোতে ইন্টারের আতিথেয়তা নেবে কাতালানরা। সে লেগেই ফাইনালে উঠার ফয়সালা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত