জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাস্কেটবল প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ২০: ১০
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৫: ০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে দর্শন বিভাগ।

বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে ৪৫-২৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে দর্শন বিভাগ। সর্বোচ্চ স্কোর করে প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শাহানূর রহমান সজীব।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাস্কেটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা। এছাড়া শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ উভয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত