ফেডারেশন কাপ

ফাইনালের বাকি ১৫ মিনিট আজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১১: ০০

ফেডারেশন কাপের বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ঘটনাবহুল ফাইনাল ম্যাচের বাকি ১৫ মিনিটের খেলা আজ মাঠে গড়াবে। ভেন্যু সেই ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামই। বেলা সাড়ে ৩টায় ১৫ মিনিটের খেলা শুরু হবে। গত ২২ এপ্রিল দুদলের ফাইনাল ম্যাচটি বৈশাখী ঝড়ের কবলে পড়ে। ফলে আলোকস্বল্পতার কারণে পুরো ম্যাচ হয়নি। নির্ধারিত সময়ের খেলায় দুদল ১-১ গোলে ড্র করে এবং পরে অতিরিক্ত আধ ঘণ্টা সময়ে গড়ায় ম্যাচটি। এরপর ১৫ মিনিট খেলা হওয়ার ম্যাচ স্থগিত করা হয়। বসুন্ধরা কিংস ১০ জনের দলে পরিণত হয়েছিল। ফলে আজ আবাহনীর বিপক্ষে শিরোপা জিততে ১০ জন নিয়েই খেলতে হবে তাদের। এই ১৫ মিনিটে ফল না হলে ম্যাচটির ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত