আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদ-এনামুলের দারুণ দিন

স্পোর্টস রিপোর্টার
খালেদ-এনামুলের দারুণ দিন

ওয়ানডে সিরিজ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চারদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ‘এ’ দল। লম্বা দৈর্ঘ্যের ম্যাচটির প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২২৬ রান। স্কোরবোর্ড বলছে দিনটা ভাগাভাগি করে নিয়েছে দুই দল। কিউইদের বিপক্ষে স্বাগতিকরা দাপট না দেখাতে পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দিনটা রাঙিয়েছেন খালেদ আহমেদ ও এনামুল হক।

নিউজিল্যান্ড ‘এ’ দলের পতন হওয়া আট উইকেটের মধ্যে সাতটাই নিয়েছেন খালেদ ও এনামুল। চার উইকেট নিতে ৪৭ রান খরচ করেন আগেরজন। অন্যদিকে ৩১ রানে তিন উইকেট নেন এনামুল। বাকি উইকেটটা নেন এবাদত হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

বাংলাদেশের পেসারদের দাপটের দিনে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন মিচেল হে। ডিন ফক্সক্রফট এনে দেন ৪৭ রান। নিক কেলির ব্যাট থেকে আসে ২০ রান। জো কার্টার করেন ১৭ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন