স্পোর্টস ডেস্ক
আগামী ২০ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে একমাত্র ম্যাচটি খেলতে নেমেছিল স্পেনের সফলতম ক্লাবটি। মাদ্রিদের প্রতিনিধিদের প্রস্তুটিটা হয়েছে দারুণ। অস্ট্রিয়ান ক্লাব টিরোলের মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে জাবি আলোনসোর শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠ টিভোলি স্টাডিয়নে রিয়ালের এই জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে৷ দুইবার জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড৷ পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরো এক গোল। লুকা মদরিচ চলে যাওয়ায় কিছুদিন আগেই লস ব্লাঙ্কোসদের ১০ নম্বর জার্সির মালিক হন এমবাপ্পে। গৌরবময় জার্সি গায়ে প্রথমদিন মাঠে নেমেই বাজিমাত করলেন আক্রমণভাগের এই ফুটবলার।
ম্যাচে ৭৮ শতাংশ বল দখলে রেখে টিরোলের পোস্টে ২১টি শট নেয় রিয়াল। এর মধ্যে নয়টি লক্ষ্যে ছিল। বিপরীতে সফরকারীদের পোস্টে মাত্র একটি শট নিতে পারে শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা টিরোল। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচে রিয়ালের কাছে কতটা অসহায় ছিল স্বাগতিকরা। গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ম্যাচজুড়ে দাপট দেখানো রিয়ালকে।
দশম মিনিটে সতীর্থ ব্রাহিম দিয়াসের ক্রস থেকে হেডে রিয়ালকে লিড এনে দেন গত নভেম্বরের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নামা ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও। ৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান এমবাপ্পে। আর্দা গুলেরের থ্রু বল পেয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান তারকা ফুটবলার। বিরতি থেকে ফেরার ১৪ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন এমবাপ্পে৷ জাতীয় দলের সতীর্থ অরেলিয়েন চৌমেনির কাছ থেকে বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে জালে বল জড়ান সাবেক পিএসজি তারকা।
২ গোল করার পর রদ্রিগো গোজের গোলে সহায়তা করেন এমবাপ্পে। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে তার কাছ থেকে বল পেয়ে দলের হয়ে শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সব মিলিয়ে রিয়ালের হয়ে ১০ নম্বর জার্সিতে প্রথমবার খেলতে নেমেই ম্যাচের সব আলো নিজের দিকে টেনে নিলেন এমবাপ্পে। রদ্রিগোকে দিয়ে গোল করানোর দুই মিনিট পর তাকে তুলে নেন আলোনসো।
আগামী ২০ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে একমাত্র ম্যাচটি খেলতে নেমেছিল স্পেনের সফলতম ক্লাবটি। মাদ্রিদের প্রতিনিধিদের প্রস্তুটিটা হয়েছে দারুণ। অস্ট্রিয়ান ক্লাব টিরোলের মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে জাবি আলোনসোর শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠ টিভোলি স্টাডিয়নে রিয়ালের এই জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে৷ দুইবার জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড৷ পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরো এক গোল। লুকা মদরিচ চলে যাওয়ায় কিছুদিন আগেই লস ব্লাঙ্কোসদের ১০ নম্বর জার্সির মালিক হন এমবাপ্পে। গৌরবময় জার্সি গায়ে প্রথমদিন মাঠে নেমেই বাজিমাত করলেন আক্রমণভাগের এই ফুটবলার।
ম্যাচে ৭৮ শতাংশ বল দখলে রেখে টিরোলের পোস্টে ২১টি শট নেয় রিয়াল। এর মধ্যে নয়টি লক্ষ্যে ছিল। বিপরীতে সফরকারীদের পোস্টে মাত্র একটি শট নিতে পারে শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা টিরোল। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচে রিয়ালের কাছে কতটা অসহায় ছিল স্বাগতিকরা। গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ম্যাচজুড়ে দাপট দেখানো রিয়ালকে।
দশম মিনিটে সতীর্থ ব্রাহিম দিয়াসের ক্রস থেকে হেডে রিয়ালকে লিড এনে দেন গত নভেম্বরের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নামা ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও। ৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান এমবাপ্পে। আর্দা গুলেরের থ্রু বল পেয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান তারকা ফুটবলার। বিরতি থেকে ফেরার ১৪ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন এমবাপ্পে৷ জাতীয় দলের সতীর্থ অরেলিয়েন চৌমেনির কাছ থেকে বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে জালে বল জড়ান সাবেক পিএসজি তারকা।
২ গোল করার পর রদ্রিগো গোজের গোলে সহায়তা করেন এমবাপ্পে। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে তার কাছ থেকে বল পেয়ে দলের হয়ে শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সব মিলিয়ে রিয়ালের হয়ে ১০ নম্বর জার্সিতে প্রথমবার খেলতে নেমেই ম্যাচের সব আলো নিজের দিকে টেনে নিলেন এমবাপ্পে। রদ্রিগোকে দিয়ে গোল করানোর দুই মিনিট পর তাকে তুলে নেন আলোনসো।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে