সিনিয়র-জুনিয়রের অভিষেক একই ম্যাচে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২৩: ০৮
জেমস অ্যান্ডারসন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগী হয়েছেন জেমস অ্যান্ডারসন। এবার ৪৩ বছর বয়সে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হানড্রেডে হয়েছে তার অভিষেক। একই ম্যাচে অভিষেক হয়েছে ১৭ বছর বয়সি ইংলিশ ক্রিকেটার ফারহান আহমেদের।

বিজ্ঞাপন

দলের সবচেয়ে সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারের একই ম্যাচে অভিষেকের ব্যাপারটি তাই আলোচনার জন্ম দিয়েছে। ফারহানের জন্মের আগেই আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক অ্যান্ডারসন ১১৪টি ম্যাচ খেলে ১৯১ উইকেট নিয়েছিলেন।
২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রেহান লেগস্পিনার হলেও তার ভাই ফারহান ডানহাতি অফস্পিনার। পাশাপাশি টেলএন্ডার ব্যাটিংয়েও তিনি কার্যকরী হতে পারেন।

দ্য হানড্রেড লিগে অ্যান্ডারসনের সঙ্গে ফারহানের অভিষেক জন্ম দিয়েছে আলোচনার। যদিও দুজনের জন্যই ম্যাচটি খুব একটা ভালো কাটেনি। কারণ দল হেরেছে ১ উইকেটে। ব্যক্তিগতভাবেও কার্যকারিতা দেখাতে পারেননি অ্যান্ডারসন-ফারহান।

ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জিমি ২০ বলে ৩৬ রান খরচ করেছিলেন উইকেটশূন্য। এছাড়া ফারহান উইকেটশূন্য থেকে ৫ বলে দেন ৮ রান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত